রাজধানীর ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়েছে। তারা হলেন- মো. নাজমুন সাকিব (১৮) ও মোহাম্মদ সিয়াম (১৭) ।
Advertisement
মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরের দিকে তাদের ঢামেকের জরুরি বিভাগে আনা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন।
আরও পড়ুনসিটি কলেজে ভাঙচুর চালাচ্ছে ঢাকা কলেজের শিক্ষার্থীরাঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
সোমবার (২১ এপ্রিল) ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধর করেন সিটি কলেজের শিক্ষার্থীরা। এই ঘটনা ঢাকা কলেজের বিভিন্ন ফেসবুক গ্রুপে ছড়িয়ে পড়ে। তার জেরে আজ সিটি কলেজে হামলা ও ভাঙচুর শুরু করেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা কলেজের একদল শিক্ষার্থী সিটি কলেজে গিয়ে হামলা চালান।
Advertisement
কাজী আল-আমিন/ইএ/জেআইএম