দেশজুড়ে

ফরিদপুরে ফুল সজ্জিত গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায়

ফরিদপুরে ফুল সজ্জিত গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায়

ফরিদপুরের আলফাডাঙ্গা আদর্শ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. রবিউল হক মিয়া দীর্ঘ কর্মজীবন শেষে অবসরে গেছেন।

Advertisement

শিক্ষককে বিদায় জানাতে কলেজ কর্তৃপক্ষ নানা আয়োজন করে। ফুল সজ্জিত গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় জানানো হয়। এমন ভিন্ন আয়োজন দেখে অবসরে যাওয়া শিক্ষক রবিউল হক মিয়া অশ্রুসিক্ত নয়নে আবেগে আপ্লুত হয়ে পড়েন।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে আলফাডাঙ্গা আদর্শ কলেজে এমন আয়োজন করা হয়। স্মৃতিচারণমূলক অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ এম এম মুজিবুর রহমান মুজিবের সভাপতিত্বে শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা বক্তব্য দেন।

এরপর কলেজের প্রধান ফটকের সামনে প্রস্তুত রাখা হয় একটি ফুল সজ্জিত গাড়ি। কলেজের ভবন থেকে গাড়ি পর্যন্ত ফুল হাতে দাঁড়িয়ে থাকেন শিক্ষক-শিক্ষার্থীরা। শিক্ষক বের হয়ে আসেন এবং উঠে বসেন গাড়িতে। ফুলের পাপড়ি ছিটিয়ে ও করতালি দিয়ে স্বাগত জানান সবাই। এভাবেই শিক্ষক-শিক্ষার্থীরা তাদের শিক্ষককে পৌঁছে দেন বাড়িতে।

Advertisement

কলেজ সূত্রে জানা যায়, অবসরপ্রাপ্ত শিক্ষক রবিউল হক মিয়ার জন্য কলেজের পক্ষ থেকে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। ফুলের পাপড়ি ছিটিয়ে শুরুতেই ফুলের মালা দিয়ে তাকে বরণ করে নেওয়া হয়। তারপর স্মৃতিচারণমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সেখানে বিদায়ী শিক্ষককে ক্রেস্টসহ বিভিন্ন উপহার তুলে দেওয়া হয়। শেষে ফুল সজ্জিত গাড়িতে ওই শিক্ষকের রাজকীয় বিদায় সংবর্ধনা দিয়ে বাড়ি পৌঁছে দেওয়া হয়। এসময় গাড়ির পিছু পিছু কলেজের সব শিক্ষকরাও মোটরসাইকেলে ওই শিক্ষকের বাড়ি যান।

বিদায়ী শিক্ষক মো. রবিউল হক মিয়া বলেন, আমাকে যে সম্মান দেখানো হয়েছে এতে আমি অভিভূত। এটা আমার আমৃত্যু স্মরণ থাকবে। আমি চাই সবাই ভালো থাকুক। মাঝে মধ্যে লেখাপড়ার খোঁজ নিতে এই শিক্ষাপ্রতিষ্ঠানে আসবো। সংশ্লিষ্ট সবার প্রতি আমি কৃতজ্ঞ।

এ বিষয়ে আলফাডাঙ্গা আদর্শ কলেজের অধ্যক্ষ এম এম মুজিবুর রহমান মুজিব বলেন, বিদায়ের কষ্ট কিছুটা কমানোর জন্যই কলেজ কর্তৃপক্ষ ব্যতিক্রমী এমন আয়োজন করে। আলফাডাঙ্গা উপজেলায় এই প্রথম এমন উৎসব আয়োজনে বিদায়। প্রতিটি শিক্ষকের বিদায় এমন হওয়া উচিত।

Advertisement

এন কে বি নয়ন/জেডএইচ/জেআইএম