বরগুনার তালতলীতে সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে ঝাড়ু মিছিল করেছে এলাকাবাসী। এসময় তারা উপজেলা প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেনকে আওয়ামী লীগের দোসর উল্লেখ করে বিচারের দাবি জানান।
Advertisement
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে তালতলী উপজেলার নয়াপাড়া এলাকায় নির্মাণাধীন সড়কে প্রতিবাদ মিছিল হয়।
খোঁজ নিয়ে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় তালতলীর বড়বগী ইউনিয়নের মালিপাড়া থেকে নয়াপাড়া পর্যন্ত ১ হাজার ১০০ মিটার দীর্ঘ একটি সড়ক সংস্কার হচ্ছে। এর কাজ করছে মেসার্স এনামুল এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রায় ১ কোটি ২১ লাখ টাকার প্রকল্পে শুরু থেকেই নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ ওঠে।
এলাকাবাসী অভিযোগ করেন, সড়কে নিম্নমানের ইট ব্যবহারের বিষয়টি বার বার জানানো হলেও প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন কোনো ব্যবস্থা নেননি।
Advertisement
এ কারণে সড়কে নিম্নমানের ইট দিয়ে কাজ বন্ধ ও প্রকৌশলীর বিচারের দাবিতে ঝাড়ু মিছিল করেন এলাকাবাসী।
এ বিষয়ে নয়াপাড়ার এলাকার বাসিন্দা কাওসার হামিদ জাগো নিউজকে বলেন, আমরা নিজের চোখে দেখেছি যে ইটগুলো একদম ভাঙাচোরা ও নিম্নমানের। বিষয়টি প্রকৌশলীকে জানালে তিনি বলেন, ২ নম্বর ইট দিয়ে কাজ করলে রোলারে ভালো ফিনিশিং হয়।
তিনি আরও অভিযোগ করে বলেন, প্রকৌশলী সাখাওয়াত হোসেনকে আমরা বিভিন্ন সময় আওয়ামী লীগের কর্মসূচিতে অংশ নিতে দেখেছি। তাই আমরা মনে করি তিনি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় থেকে দায়িত্বে গাফিলতি করছেন। এজন্যই এলাকাবাসী মিলে তার বিচার ও কাজ বন্ধের দাবিতে ঝাড়ু মিছিল করেছে।
এ বিষয়ে তালতলী উপজেলা প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন জাগো নিউজকে বলেন, ঘটনাটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে সৃষ্টি করা হয়েছে। প্রকল্পে ব্যবহারের জন্য আনা ইটের মধ্যে কিছু নিম্নমানের পাওয়ায় সেগুলো আলাদা করে সরানোর নির্দেশ দেওয়া হয় ঠিকাদারকে। কিন্তু তারা তা সরায়নি বলে এই ঘটনা ঘটেছে। আমি ঠিকাদারের অবহেলার জন্য তার বিরুদ্ধে চিঠি ইস্যু করেছি।
Advertisement
নুরুল আহাদ অনিক/জেডএইচ/জেআইএম