দেশজুড়ে

গাইবান্ধায় প্রক্সি পরীক্ষার্থী আটক

গাইবান্ধায় প্রক্সি পরীক্ষার্থী আটক

গাইবান্ধার পলাশবাড়ীতে এসএসসি পরীক্ষায় ইংরেজি দ্বিতীয় পত্রে প্রক্সি দিতে এসে একজন আটক এবং প্রকৃত পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) উপজেলার সূতি মাহমুদ মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ১১২ নম্বর কক্ষে পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।

পরীক্ষার্থী মোছা. আফরিন আক্তার অরথি (রোল নম্বর ৯৫২০১৮) গৃধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের নিয়মিত পরীক্ষায় অংশ নেওয়ার কথা থাকলেও, অসুস্থতার অজুহাতে তার স্থলে পরীক্ষা দিতে আসেন তার ফুফাতো বোন মোছা. শাহারিয়ার জান্নাতি অনামিকা (১৯)। তিনি পীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের এইচএসসির শিক্ষার্থী।

পরীক্ষা চলাকালীন সময়ে দায়িত্বপ্রাপ্ত কেন্দ্র সচিব মো. আব্দুল বারী সরকার সন্দেহজনক মনে করে তল্লাশি করে বিষয়টি নিশ্চিত হন। এসময় নিয়মিত পরীক্ষার্থীকে বহিষ্কার ও প্রক্সি পরীক্ষার্থীকে পুলিশে দেন। এ সময় কেন্দ্র পরিদর্শনে থাকা প্রশাসনিক কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Advertisement

পরে কেন্দ্র সচিব মো. আব্দুল বারী সরকার বাদী হয়ে পলাশবাড়ী থানায় একটি মামলা করেন।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুলফিকার আলী ভুট্টো বলেন, আটক শাহারিয়ার জান্নাতি অনামিকাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে।

এ এইচ শামীম/এএইচ/জেআইএম

Advertisement