মানিকগঞ্জে ভাস্কর মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় আর্থিক সহায়তা দিয়েছে জেলা প্রশাসন।
Advertisement
সরকারের পক্ষ থেকে পুড়ে যাওয়া ঘরের জায়গায় নতুন করে ঘর নির্মাণ করে দেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক (ডিসি) মানোয়ার হোসেন মোল্লা।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে মানবেন্দ্রর বাড়ি গিয়ে সহায়তা দেওয়ার সময় এ ঘোষণা দেন তিনি।
মানবেন্দ্রর বাড়ি পরিদর্শনে গিয়ে জেলা প্রশাসক বলেন, সরকারের পক্ষ থেকে পুড়ে যাওয়া ঘরটি পুনর্নির্মাণ করা হবে। মানবেন্দ্রর ইচ্ছা অনুযায়ী নকশার মাধ্যমে ঘর নির্মাণ হবে। তবে সিআইডি পুড়ে যাওয়া ঘরের ভেতর থেকে বিভিন্ন আলমত সংগ্রহ করেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সেখানে ঘর নির্মাণ শুরু করা যাচ্ছে না। তদন্ত শেষ হওয়ার পরপরই ঘর নির্মাণ করা হবে।
Advertisement
এসময় জেলা প্রশাসক মানবেন্দ্রর হাতে নগদ ২০ হাজার টাকা তুলে দেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাম্মদ নাজমুল হাসান খান ও শেখ মেজবাউল সাবেরিন উপস্থিত ছিলেন।
এর আগে পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রায় শেখ হাসিনার মোটিভ তৈরি করায় মানবেন্দ্র ঘোষকে ফেসবুকে হুমকি দিয়ে আসছিল দুর্বৃত্তরা। এ ঘটনায় নিরাপত্তার জন্য সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন মানবেন্দ্র।
এরপর ওই দিন (মঙ্গলবার) রাত ৩টার দিকে তার বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। পরে বুধবার ভোর ৪টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় ভাস্কর মানবেন্দ্র ঘোষ সদর থানায় মামলা করেছেন।
Advertisement
মো. সজল আলী/জেডএইচ/জেআইএম