বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক মামলায় গ্রেফতার দেখানো শেষে বুধবার (১৬ এপ্রিল) সকাল ১০টা ৫০ মিনিটে আদালতের এজলাস থেকে হাজতখানার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল সাবেক মন্ত্রী শাজাহান খানকে। এসময় এক সাংবাদিক তাকে লক্ষ্য করে বলেন, ‘আপনার মন খারাপ নাকি? তখন শাজাহান খান হেসে বলেন, না, কেন মন খারাপ থাকবে?
Advertisement
এরপর তাকে কড়া পুলিশি নিরাপত্তায় হাজতখানায় প্রবেশ করানো হয়।
বুধবার সকাল ১০টার দিকে শাজাহান খানকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রের মিনহাজুর রহমানের আদালতে তোলা হয়। আদালতে উঠার সময় শাজাহান খান বলেন, ‘বাইরের চেয়ে ভেতরেই (কারাগার) ভালো আছি।’
এরপর তাকে যাত্রাবাড়ী থানার পৃথক তিন মামলায় গ্রেফতার দেখানো হয়। মামলাগুলো বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক হত্যা ও হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা।
Advertisement
গত বছরের ৫ সেপ্টেম্বর রাতে রাজধানী থেকে শাজাহান খানকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এরপর বিভিন্ন মামলায় রিমান্ড ভোগ শেষে কারাগারে আছেন তিনি।
এমআইএন/এমআইএইচএস/জিকেএস