শিক্ষা

অস্থিরতা কাটিয়ে শান্তির পৃথিবী গড়ার দায়িত্ব তরুণদের কাঁধে

অস্থিরতা কাটিয়ে শান্তির পৃথিবী গড়ার দায়িত্ব তরুণদের কাঁধে

জাতীয় ও বৈশ্বিক অস্থিরতা কাটিয়ে শান্তি ও সমৃদ্ধির পৃথিবী গড়ার দায়িত্ব তরুণদের কাঁধে নিতে হবে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম ফায়েজ।

Advertisement

তিনি বলেন, বিশ্বজুড়ে পারস্পরিক ব্যবধান ও দ্বন্দ্ব বাড়ছে। সহমর্মিতা নিয়ে মানুষের সহাবস্থান এখন কল্পনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। জাতীয় ও বৈশ্বিক এ অস্থিরতা দূর করে শান্তির পৃথিবী গড়ার দায়িত্ব তরুণদের কাঁধে তুলে নিতে হবে।

বুধবার (১৬ এপ্রিল) ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ২৪তম সমাবর্তন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর আফতাবনগর খেলার মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে সভাপতিত্ব করেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল (সি আর) আবরার। সমাবর্তন বক্তা ছিলেন অ্যাপেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর।

Advertisement

বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান প্রমুখ।

সমাবর্তনে আন্ডার গ্র্যাজুয়েট ও গ্র্যাজুয়েট প্রোগ্রামের দুই হাজার ৮৮৫ জন শিক্ষার্থীকে সনদ দেওয়া হয়। এছাড়া অনন্য মেধাবী ছয়জন শিক্ষার্থীকে স্বর্ণপদক দেওয়া হয়।

এএএইচ/এমএএইচ/জিকেএস

Advertisement