খুলনার বাজারে সপ্তাহের ব্যবধানে সবজির দাম বেড়েছে। গত সপ্তাহের তুলনায় কেজি প্রতি ১৫-২০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে সবজি। তবে মাছ ও মাংসের দাম অপরিবর্তিত রয়েছে।
Advertisement
রোববার (১৩ এপ্রিল) নগরীর গল্লামারি, খালিশপুর, নতুন বাজার ও শিরোমণি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাজার ঘুরে দেখা যায়, কেজি প্রতি বেগুন আকার ভেদে ৫০-৬০ টাকা, সজনে ৮০ টাকা, পটল ৫০ টাকা কেজি, ঢেড়স ৬০ টাকা, কুমড়া ৩০ টাকা, করলা ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি পিস লাউ ৪০-৫০ টাকা ও লেবুর হালি ২০ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে আলু প্রতি কেজি ২৫-৩০ টাকা, পেঁয়াজ ৪০ টাকা, রসুন ৫০-৬০ কেজি দরে বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০-১৯০ টাকায়। সোনালি মুরগি ৩৩০ টাকায়, গরুর মাংস ৭৫০ টাকা ও খাসির মাংস ১১৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
Advertisement
মাছের বাজারে গিয়ে দেখা যায়, কেজি প্রতি রুই ৩০০-৪৫০ টাকা, টেংরা মাছ ৫০০-৬০০ টাকা, ঘেরের তেলাপিয়া ১২০-১৪০ টাকা, পাঙাস মাছ ১৩০-১৫০ টাকা, চিংড়ি প্রকারভেদে ৪৫০-৬৫০ টাকা, পাবদা ৩৫০-৪০০ টাকা, মাঝারি ভেটকি ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
শিরোমণি বাজারের সবজি বিক্রেতা সামাদ গাজী বলেন, গরমের সবজি পুরো দমে বাজারে আসেনি। এজন্য বাজারে সবজি কম থাকায় একটু দাম বেশি।
গল্লামারি বাজারের সবজি বিক্রেতা সালেহ মিয়া বলেন, এবার গরমের সবজি বাজারে দেরিতে উঠছে। এজন্য দাম বেশি। এছাড়া প্রচুর রোদ আর গরমে পরিবহন খরচ বাড়লে সবজির দামও ২-৪ টাকা কমবেশি হয়।
গল্লামারি বাজারে আসা পারভীন আক্তার বলেন, শাক-সবজির দাম বেড়েছে গত দুই তিনদিনে। লেবুর দাম একটু কমেছে। তবে সবজির দাম কম থাকলে মনে শান্তি লাগে।
Advertisement
নিউ মার্কেট বাজারে আসা সবুজ হাওলাদার বলেন, কোনো গ্রীষ্মকালীন সবজি ৪০-৫০ টাকার নিচে নেই। আবার হু হু করে সবজির দাম বৃদ্ধি পেয়েছে। তবে লেবু ও কাচা মরিচের দাম অনেকটা কম।
আরিফুর রহমান/এমএন/এমএস