দেশজুড়ে

সারাদেশে বিএনপির দুই হাজার নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে

সারাদেশে বিএনপির দুই হাজার নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে

বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান বলেছেন, নানা অপকর্মের দায়ে সারাদেশে এখন পর্যন্ত দুই হাজার নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। আর কেউ লুটপাট-চাঁদাবাজি, দখলবাজিসহ কোনো ধরনের অপকর্ম করবেন না। জনগণ যেন বলতে না পারে বিএনপি আওয়ামী লীগের মতো একই কাজ করছে।

Advertisement

শনিবার (১২ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের সখীপুর উপজেলা বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এখন আর দিনের ভোট রাতে হবে না। সব ভোটার নিরপেক্ষভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। সবাই তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকবেন।

উপজেলা বিএনপির সভাপতি শাজাহান সাজুর সভাপতিত্বে এসময় জেলা বিএনপি সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার, উপজেলা বিএনপির সহ-সভাপতি একব্বর হোসেন ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বাছেত মাস্টার প্রমুখ বক্তব্য রাখেন।

Advertisement

আব্দুল্লাহ আল নোমান/আরএইচ