বিশ্বব্যাপী কার্যকর হতে যাওয়া রেসিপ্রোকাল ট্যারিফ বা পাল্টা শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীন ছাড়া বাকি সব দেশ এই সুবিধা পাবে। ট্রাম্পের এই ঘোষণার পর বৃহস্পতিবার (১০ এপ্রিল) লেনদেনের শুরুতে দেশের শেয়ারবাজারে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট।
Advertisement
লেনদেনের প্রথম ঘণ্টায় প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২০০ এর বেশি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। ফলে বেড়েছে সবকটি মূল্যসূচক। সেই সঙ্গে লেনদেনে ভালো গতি দেখা যাচ্ছে।
অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দাম বাড়ার তালিকায় বেশি প্রতিষ্ঠান রয়েছে। ফলে মূল্যসূচকও ঊর্ধ্বমুখী ধারায় রয়েছে। সেই সঙ্গে লেনদেনে ভালো গতি দেখা যাচ্ছে।
বিশ্বব্যাপী কার্যকর হতে যাওয়া রেসিপ্রোকাল ট্যারিফ বা পাল্টা শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত ঘোষণা দিয়ে বুধবার (৯ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প চীনের ওপর আরোপিত শুল্ক ১০৪ শতাংশ থেকে বাড়িয়ে ১২৫ শতাংশ করার কথা জানান ট্রাম্প।
Advertisement
এর আগে চীনা পণ্যের ওপর মার্কিন প্রশাসন ১০৪ শতাংশ শুল্ক আরোপের পর যুক্তরাষ্ট্রের পণ্যে ৮৪ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করে চীন।
আরও পড়ুন ট্রাম্পের নতুন শুল্ক ৯০ দিন স্থগিত বিশ্বনেতারা এখন আমাকে ‘স্যার’, ‘স্যার’ করছেন: ট্রাম্পট্রাম্পের শুল্ক স্থগিতের ঘোষণা দেওয়ার পর বৃহস্পতিবার শেয়ারবাজারে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার মাধ্যমে। লেনদেনের শুরুতে দেখা দেয়া এই ঊর্ধ্বমুখী ধারা প্রথম দেড় ঘণ্টাজুড়েই অব্যাহত থাকে।
অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ায় লেনদেনের ৭ মিনিটের মাথায় ডিএসইর প্রধান সূচক ৩৩ পয়েন্ট কমে যায়। দাম বাড়ার এ ধারা অব্যাহত থাকায় এক পর্যায়ে ডিএসইর প্রধান সূচক ৩৬ পয়েন্ট বেড়ে যায়। তবে এর পর দাম বাড়ার তালিকা থেকে কিছু প্রতিষ্ঠান দাম কমার তালিকায় চলে আসে। এতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা কিছুটা কমেছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১১টা ৩৪ মিনিটে ডিএসইতে ২৩৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় রয়েছে। বিপরীতে দাম কমেছে ৭২টির। আর ৮১টির দাম অপরিবর্তিত রয়েছে।
Advertisement
এতে ডিএসইর প্রধান সূচক বেড়েছে ২৩ পয়েন্ট। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট বেড়েছে। আর ডিএসই শরিয়াহ্ সূচক ৫ পয়েন্ট বেড়েছে। এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ২২৮ কোটি ১৯ লাখ টাকা।
অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১০ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে ১ কোটি টাকা। লেনদেনে অংশ নেওয়া ১০৬ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪৮টির, কমেছে ৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির।
এমএএস/এমআইএইচএস/এএসএম