শিক্ষা

এসএসসির কেন্দ্র পরিদর্শনে হঠাৎ মতিঝিল বয়েজ স্কুলে শিক্ষা উপদেষ্টা

এসএসসির কেন্দ্র পরিদর্শনে হঠাৎ মতিঝিল বয়েজ স্কুলে শিক্ষা উপদেষ্টা

এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে আজ। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টায় সারাদেশে একযোগে এ পরীক্ষা শুরু হয়, যা শেষ হবে দুপুর ১টায়।

Advertisement

এবার অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল (সি আর) আবরার এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে যাবেন কি না, তা নিয়ে কিছু জানায়নি মন্ত্রণালয়। তবে আকস্মিক কোনো কেন্দ্রে তিনি যেতে পারেন বলে গুঞ্জন ছিল।

অবশেষে সেই গুঞ্জন সত্য হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে হঠাৎ শিক্ষা উপদেষ্টা রাজধানীর মতিঝিল বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে হাজির হন। তার সঙ্গে অল্প কয়েকজন কর্মকর্তাকে দেখা যায়। খুব বেশি সময় তিনি কেন্দ্রে অবস্থানও করেননি।

জানা গেছে, ২০০১-২০০৬ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের তৎকালীন শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন নকল ধরতে হেলিকপ্টারে করে কেন্দ্র পরিদর্শনে যেতেন, যা ওই সময় তুমুল আলোচনার জন্ম দেয়।

Advertisement

২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর তৎকালীন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ দলবল নিয়ে পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যেতেন। এ নিয়ে সমালোচনা শুরু হলেও তিনি এ থেকে বিরত হননি। তারপরে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পাওয়া দীপু মনিও সদলবলে কেন্দ্র পরিদর্শনে যেতেন। মেয়াদকালের শেষের দিকে এসে তিনিও পরীক্ষা শুরুর দিন কেন্দ্র পরিদর্শনে যাননি। তারই ধারাবাহিতা মেনে কেন্দ্রে যেতেন না সবশেষ শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলও।

আরও পড়ুন ভিন্ন পরিবেশে শুরু এসএসসি পরীক্ষা, আশাবাদী অভিভাবকরা সড়কে নেই যানজট, নির্বিঘ্নে কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থীরা

এদিকে বৃহস্পতিবার সকাল ১০টায় এসএসসি পরীক্ষা শুরু হয়। এ বছর পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেন ১৯ লাখ ২৮ হাজার ২৮১ জন শিক্ষার্থী। সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে পরীক্ষা আয়োজনে সব ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার।

শিক্ষা বোর্ডগুলোর প্রকাশিত সূচি অনুযায়ী- প্রথমদিন দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মাদরাসা বোর্ডের অধীন কুরআন মাজিদ ও তাজবিদ এবং কারিগরি বোর্ডের বাংলা-২ (দাখিল ও ভোকেশনাল) পরীক্ষা হচ্ছে। সব বোর্ডের প্রথমদিনের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এএএইচ/এমআইএইচএস/এএসএম

Advertisement