খেলাধুলা

দলের অপরাধে শাস্তি দ্বিগুণ হলো স্যামসনের

দলের অপরাধে শাস্তি দ্বিগুণ হলো স্যামসনের

স্লো ওভার রেটের কারণে রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসনকে ২৪ লাখ রুপি জরিমানা করা হয়েছে। বুধবার আহমেদাবাদে গুজরাট টাইটানসের বিপক্ষে ম্যাচে স্লো ওভার রেট বজায় রাখায় স্যামসন ও তার দলকে এই জরিমানা করা হয়।

Advertisement

আইপিএলের আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, একক মৌসুমে স্লো ওভার রেটের দ্বিতীয় অপরাধে স্যামসনকে এ অর্থ জরিমানা করা হয়।

এর আগে চলতি মৌসুমে প্রথমবার রাজস্থান এ অপরাধ করেছিল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে। ওই ম্যাচে রাজস্থান খেলেছিল রিয়ান পরাগের অধিনায়কত্বে। স্যামসন আঙুলের চোটের কারণে শুধুমাত্র ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলছিলেন। ওই সময় পরাগকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছিল।

স্যামসন প্রথম ম্যাচে নেতৃত্ব না দিলেও দলের অপরাধের কারণে দ্বিগুণ শাস্তি পেতে হলো তাকে।

Advertisement

প্রথমবার এ অপরাধের জন্য শুধু অধিনায়ককে শাস্তি দিয়েছিল আইপিএল। কিন্তু এবার দলের কেউই পার পাননি। ইমপ্যাক্ট প্লেয়ার-সহ দলের বাকি সব ক্রিকেটারকে ৬ লক্ষ টাকা করে অথবা তাদের ম্যাচ ফি-র ২৫ শতাংশ অর্থ, যেটার পরিমাণ কম, সেই পরিমাণ অর্থ জরিমানা করা হয়। অর্থাৎ, ইমপ্যাক্ট প্লেয়ার মিলিয়ে রাজস্থান রয়্যালসের মোট ১২ জন ক্রিকেটারের শাস্তি হয় এই ম্যাচে।

আগের মৌসুমে তিনবার স্লো ওভার রেটের অপরাধ করলে নিষেধাজ্ঞার নিয়ম ছিল। তবে এবার সেই বিধি বাতিল করেছে আইপিএল।

রাজস্থান দ্বিতীয় অপরাধ করে পাঁচ ম্যাচে তৃতীয় হারের ম্যাচে। যদিও তারা আগের দুটি ম্যাচ জিতেছিল। বর্তমানে পয়েন্ট টেবিলে সপ্তম স্থানে রয়েছে রাজস্থান।

এমএইচ/

Advertisement