এবার আমরা চৈত্র সংক্রান্তিসহ ‘অল ইনক্লুসিভ’ নতুন বছর উদযাপিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। বুধবার (৯ এপ্রিল) দুপুর ২টায় রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
Advertisement
প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, সরকারের গ্রহণ করা সব ব্যবস্থার মূলে রয়েছে দুটি জিনিস কালচারাল হিলিং ও কালচারাল ইনক্লুসিভনেস। আমরা দীর্ঘদিন বিভাজনে ছিলাম। এই বিভাজনের ফলে সমাজের একটি গোষ্ঠীর সঙ্গে আরেকটি গোষ্ঠীর দূরত্ব, সংশয় ও অবিশ্বাস এগুলো তৈরি হয়েছে। এরই মধ্যে হিলিংয়ের কাজ শুরু হয়েছে। স্বাধীনতার ৫৪ বছরের ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চাঁদরাতে ঈদের অনুষ্ঠান করেছে। সামনে সারাদেশে হবে। শুধু মুসলমানদের উৎসব না, অন্যান্য ধর্মের যে উৎসবগুলো আছে এগুলো কেন্দ্র করেও শিল্পকলা একাডেমিসহ সারাদেশের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
তিনি বলেন, নতুন বছরে সব জাতীয় গোষ্ঠীকে নিয়ে উৎসব পালনের প্রস্তুতি চলছে। আমাদের শক্তি ও সৌন্দর্য হচ্ছে বৈচিত্র্য। এই বৈচিত্র্যকে সবাই মিলে উদযাপন করতে চাই।
চৈত্র সংক্রান্তিতে সারাদেশে ১২টি জেলায় সাধু মেলা বসবে। রাজধানীতে শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে একটি বড় কনসার্ট হবে। কনসার্টে মাইলস, ওয়ারফেজ, দলছুট ও লালন বিভিন্ন জাতি গোষ্ঠীর ব্যান্ড সংগীত পরিবেশন করবে।
Advertisement
নববর্ষে চারুকলার শোভাযাত্রায় বাঙালি ছাড়া ২৭টি জাতিগোষ্ঠী অংশগ্রহণ করবে। এছাড়া রকস্টার ব্যান্ড বামবা অংশ গ্রহণ করবে। বিকেলে মানিক মিয়া অ্যাভিনিউতে কনসার্ট অনুষ্ঠিত হবে। রাতে ড্রোন শো হবে।
এমআইএইচএস/এমএস