জাতীয়

মুজিববর্ষ পালনে চার হাজার কোটি টাকা অপচয়, অনুসন্ধানে দুদক

মুজিববর্ষ পালনে চার হাজার কোটি টাকা অপচয়, অনুসন্ধানে দুদক

রাষ্ট্রীয় কোষাগার থেকে চার হাজার কোটি টাকা ব্যয়ে মুজিববর্ষ পালন এবং শেখ মুজিবের ১০ হাজারের বেশি ম্যুরাল নির্মাণের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহেনার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধান প্রক্রিয়া ত্বরান্বিত করতে সাত সদস্যের একটি কমিটিও গঠন করেছে দুদক। গত জানুয়ারি মাসে এ বিষয়ে অনুসন্ধান শুরু হয়।

Advertisement

বুধবার (৯ এপ্রিল) দুদক মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের উপ-পরিচালক কামরুজ্জামানের সই করা চিঠিতে বলা হয়, রাষ্ট্রীয় কোষাগার থেকে চার হাজার কোটি টাকা ব্যয়ে মুজিববর্ষ পালন এবং শেখ মুজিবুরের ১০ হাজারের বেশি ম্যুরাল নির্মাণের করে অর্থ অপচয় ও ক্ষতিসাধনের অভিযোগ রয়েছে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহেনার বিরুদ্ধে।

অনুসন্ধানের জন্য গঠিত কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিলের আহ্বান জানিয়ে চিঠিতে বলা হয়, অনুসন্ধানকালে কোনো ব্যাংক হিসাব অবরুদ্ধ করা বা কোনো সম্পদ ক্রোক করলে তা সংশ্লিষ্ট শাখাকে অবহিত করার অনুরোধ করা হল।

Advertisement

এসএম/এমআইএইচএস/এমএস