বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, বিগত সরকারের আমলে ছত্রাকের মতো ইকোনমিক জোন ঘোষণা করা হয়েছিল। কিন্তু বর্তমান সরকার ইকোনমিক জোন নির্বাচন প্রক্রিয়া নিয়ে জাইকার সঙ্গে কাজ করছে ।
Advertisement
মঙ্গলবার (৮ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন
ভবিষ্যতে দেশে বড় বিনিয়োগ আসবে, আশা বিডা চেয়ারম্যানেরবিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী পেলেন প্রতিমন্ত্রীর মর্যাদাএক প্রশ্নের জবাবে বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, শুধুমাত্র চট্টগ্রামকে বিবেচনায় নিয়ে ইকোনমিক জোন করা হচ্ছে না। ইতিমধ্যে চীন মংলা বন্দরে ইকোনমিক জোন স্থাপনের ব্যাপারে বলেছে। এছাড়াও অন্য যেখানে ইকোনমিক জোন স্থাপন করা প্রয়োজন সেখানেও স্থাপন করা হবে।
Advertisement
বর্তমান সরকারের জাইকার সঙ্গে কাজ করা প্রসঙ্গে তিনি বলেন, এর মূল উদ্দেশ্য হচ্ছে যখন কোনো ইকোনমিক জোন ঘোষণা করা হবে তখন যেন শুধুমাত্র ওই ইকোনমিক জোনটাকে মূল্যায়ন করে ঘোষণা না করা হয়। বাকি সবগুলো ইকোনমিক জোনের সঙ্গে তার রিলেশনশিপ কী হবে, সামগ্রিকভাবে দেশের চাকরির অবকাঠামোতে কী প্রভাব রাখবে, ভৌগলিকভাবে কি সেখানে নাকি অন্য কোথাও ইকোনমিক জোন স্থাপন করা দরকার তা বিবেচনায় নেয়া হবে।
এমইউ/এএমএ