দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ায় সম্পত্তি নিয়ে ময়না বেগম (৪৬) নামে এক নারীকে বসতঘরে ঢুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (৭ এপ্রিল) ভোরে সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের পুথাই গ্রামে ঘটে এ ঘটনা।

Advertisement

নিহত ময়না বেগম ওই এলাকার মানিক মিয়ার স্ত্রী। এ ঘটনায় তার ছেলে মহিম (১৪) গুরুতর আহত হয়েছেন।

ময়না বেগমের স্বামী মানিক মিয়া বলেন, আমার আপন ভাই রাব্বি মিয়া, মাহফুজ মিয়া, সৎ ভাই জুয়েল মিয়া, চাচা দুধ মিয়ার ছেলে শাহ আলম ও রুহুল আমিনের সঙ্গে সম্পদ নিয়ে বিরোধ চলে আসছিল। তারা জোরপূর্বক আমার পুকুর দখল করে মাটি কেটে বিক্রি করে দিচ্ছে। এ নিয়ে প্রতিবাদ করায় গত দুই সপ্তাহ আগে তারা আমাকে কুপিয়ে রক্তাক্ত করে। আমি এখনো হাসপাতালে।

তিনি আরও বলেন, এ অবস্থায় আজ ভোরে তারা আমার বাড়িতে হামলা করে ঘরে ঢুকে পড়ে। এসময় আমার স্ত্রী, চার মেয়ে ও এক ছেলে ঘরে ছিল। তারা আমার স্ত্রী ও ছেলে মহিমকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করে। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠালে স্ত্রীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Advertisement

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা আছে।

আবুল হাসনাত মো. রাফি/জেডএইচ/জিকেএস