গানটি মূলত অতুল প্রসাদ সেনের। মানে বাংলা গানের এই কিংবদন্তির কথা-সুরে গেয়েছিলেন আরেক নন্দিত শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়। ‘একা মোর গানের তরী’ নামের এ কালজয়ী গানটি এখনো যেন সমান ধারায় বয়ে চলছে শ্রোতামনে। তারই নতুন প্রতিধ্বনি এলো এই ঈদ উৎসবে, সময়ের অন্যতম মেধাবী শিল্পী টিনা রাসেলের কণ্ঠে।
Advertisement
গত শতকের ৫০ দশকে গানটির সৃষ্টি। যার কথা-সুর হুবহু রেখে, এবার সংগীতে আনা হয়েছে খানিক আধুনিকায়ন। সঙ্গে টিনা রাসেলের গায়কী, মুগ্ধ করবে প্রতিমা ভক্তদেরও। নির্মাণ হয়েছে একটি দৃষ্টিনন্দন ভিডিও। যা গানটির মর্মবাণীতে নতুন আবহ সৃষ্টি করেছে।
ঈদ উৎসব উপলক্ষে ৪ এপ্রিল গানচিত্রটি উন্মুক্ত হয়েছে টিনা রাসেলের নিজস্ব ইউটিউব চ্যানেলে। মিলছে প্রশংসা।
গানটি করা প্রসঙ্গে টিনা রাসেল বলেন, ‘পঞ্চকবির গান অনেক বেশি গাওয়া হতো, গান শেখা এবং পড়ালেখার অংশ হিসেবে, কিন্তু খুব ভয় লাগতো গাইতে! অনেক দিন পর খুব ভালোলাগার একটা গান আবারও নিজের জন্য গাইলাম, আপনাদের মতামত জানাবেন কেমন লাগলো।’
Advertisement
বলা দরকার, টিনা রাসেল এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী। গান নিয়ে উচ্চতর পড়াশুনা শেষে নিয়মিত গাইছেন সিনেমা, নাটক ও মঞ্চে। মৌলিক আধুনিক গানের পাশাপাশি নিয়মিত কণ্ঠে তুলছেন পুরনো দিনের অসাধারণ সব গান। নিজস্ব বাচনভঙ্গি ও সাবলীল উপস্থাপনার কারণে টেলিভিশন দর্শকদের মনেও জায়গা করে নিয়েছেন এই শিল্পী। পাশাপাশি একজন সফল উদ্যোক্তাও তিনি। উদ্যমী এই তরুণ তারকা নিজেকে বরাবরই তুলে ধরছেন নানান মাধ্যমে। তবে, সবকিছু ছাপিয়ে গানের মাঝেই আনন্দ খুঁজে পান টিনা রাসেল।
একা মোর গানের তরী:
এলআইএ/এমএমএফ/এএসএম
Advertisement