ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় বিক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। এ পর্যন্ত ইসরায়েলি হামলায় ৫০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। বিভিন্ন পোস্টের মাধ্যমে বাংলাদেশের নাগরিকরা এ গণহত্যা বন্ধের দাবি জানিয়েছেন।
Advertisement
পলিয়ার ওয়াহিদ লিখেছেন, ‘৭ এপ্রিল আগামীকাল (সোমবার) ঘর থেকে নেমে আসুন গাজার জন্য! গণহত্যার বিরুদ্ধে সারা পৃথিবী কাল বন্ধ ঘোষণা করা হলো। আর গাজার যত পোস্ট পাচ্ছেন ছড়িয়ে দিন!’
ম্যাক্স অয়ন লিখেছেন, ‘পৃথিবীতে প্রায় ২০০ কোটি মুসলমান। ফিলিস্তিনিদের জন্য কারো দোয়াই কবুল হলো না।’
আল মারুফ লিখেছেন, ‘ওআইসি হলো দলবদ্ধ হয়ে জাহান্নামে যাওয়ার সংগঠন।’
Advertisement
মো. রাশেদুল ইসলাম বিধ্বস্ত গাজার একটি ছবি পোস্ট করে ক্যাপশন লিখেছেন, ‘এখানে আর কেউ থাকে না!’
এমরান মাহফুজ লিখেছেন, ‘গাজার কথা বলার যোগ্যতা আমাদের নেই। যে দেশে জুলাইযোদ্ধা চিকিৎসা হেলায় মারা যায়।’
মাহাবুব মোর্শেদ লিখেছেন, ‘ধ্বংসের আর কিছু অবশিষ্ট আছে? আসুন চোখ বন্ধ করে কল্পনা করি, এই ধ্বংসস্তূপের মধ্যে আমার আপনার পৈত্রিক ভিটেমাটি! কেমন লাগবে? এই জনপদের বাস্তবতা কল্পনাকেও হার মানাবে।’
সাখাওয়াৎ হোসেন সুজন লিখেছেন, ‘তোমাদের ডিকশনারিতে হিউম্যানিটি নেই। কারণ তোমরা হিউম্যান নও। পোড়া ভূখণ্ডও তোমাদের নসিবে জুটবে না...’
Advertisement
এসইউ/জিকেএস