শিক্ষা

৪৪তম বিসিএসের ভাইভা শেষে ৪৬’র লিখিত পরীক্ষার নেওয়ার দাবি

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর ৪৬তম এর লিখিত পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছেন একদল চাকরিপ্রার্থী। একইভাবে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শেষে ৪৭তমের প্রিলিমিনারি নেওয়ার দাবি জানিয়েছেন তারা। দাবি আদায়ে রোববার (৬ এপ্রিল) বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) অভিমুখে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

Advertisement

শনিবার (৫ এপ্রিল) ৪৪, ৪৫ এবং ৪৬তম বিসিএসের লিখিত প্রার্থীদের পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। ‘মার্চ টু পিএসসি’ কর্মসূচির মুখপাত্র মোস্তাকিন আহমেদ আশিক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হয়েছিল ২০২৪ সালের ২২ ডিসেম্বর। ৬ মাসের বেশি সময় অতিবাহিত হলেও এখনও অর্ধেক প্রার্থীর ভাইভা শেষ হয়নি। যে গতিতে পিএসসি এগোচ্ছে, তাতে আরও এক বছর সময় লাগবে ৪৪তম বিসিএসের ভাইভা শেষ করতে। এরমধ্যে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা রয়েছে। মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া অধিকাংশ প্রার্থী ৪৬ এর লিখিত দেবে। তারা মৌখিক পরীক্ষার প্রস্তুতি নেবে নাকি লিখিত পরীক্ষার প্রস্তুতি নেবে?

আরও পড়ুন

Advertisement

সময়সূচি নিয়ে ক্ষোভ, লিখিত-প্রিলির মধ্যে ৩ মাস সময় চান প্রার্থীরা

মোস্তাকিন আহমেদ আশিক জানান, আমাদের দাবি খুবই স্পষ্ট। আমরা একটি বিসিএসের সঙ্গে আরেকটি বিসিএস যেন জড়িয়ে না যায়। অর্থাৎ ৪৪ এর ভাইভা শেষে ৪৬ এর লিখিত এবং ৪৬ এর লিখিত শেষ হওয়ার পর ৪৭তম বিসিএসের প্রিলি নিতে হবে। এজন্য আমরা একটি রোডম্যাপ তৈরি করেছি। আগামীকাল রোববার পিএসসিকে আমরা এ রোডম্যাপ দেব। একই সঙ্গে পিএসসির কাছ থেকে রোডম্যাপ নিয়েও আসবো। দেশের সব বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা আমাদের দাবির সঙ্গে একমত পোষণ করেছেন বলেও জানান তিনি।

চাকরিপ্রার্থীদের যেসব দাবি৪৪তম বিসিএসের রোডম্যাপ: বাকি থাকা ভাইভা প্রার্থীদের জন্য পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করতে হবে। চলতি বছরের মে মাসের মধ্যে ভাইভা শেষ করা। জুন মাসের মধ্যে চূড়ান্ত ফলাফল দিতে হবে।

ক্যাডার ও নন-ক্যাডারে পদ বৃদ্ধি: নন-ক্যাডার বিধি ২০২৩ বাতিল করতে হবে। ৪৪তম বিসিএসে ক্যাডার এবং নন-ক্যাডারে পদসংখ্যা বৃদ্ধি করে ভাইভায় উত্তীর্ণ সবাইকে চাকরির দেওয়ার ব্যবস্থা করতে হবে।

৪৫তম লিখিত রেজাল্ট প্রকাশ: ৪৪তম বিসিএসের চূড়ান্ত রেজাল্ট শেষে ৪৫তম লিখিত রেজাল্ট প্রকাশ করে ৪৫তম ভাইভা দ্রুত নেওয়া শুরু করতে হবে এবং তা ২০২৫ সালের ডিসেম্বরের আগে শেষ করতে হবে।

Advertisement

আরও পড়ুন

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু ৮ মে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ২৭ জুন

৪৬তম লিখিত পরীক্ষা: ৪৪তম ফাইনাল রেজাল্ট ও ৪৫তম লিখিত রেজাল্ট প্রকাশের পর ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নিতে হবে।

৪৭তম প্রিলি পরীক্ষা: ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার অন্তত দুই মাস পর ৪৭তম প্রিলিমিনারি পরীক্ষা নিতে হবে।

এএএইচ/এমকেআর