বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫ উপলক্ষে, কর্পোরেট ল ফার্ম লিগ্যাল কাউন্সেল ‘ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট: দ্য লিগ্যাল ফ্রেমওয়ার্ক’ শিরোনামে একটি বুকলেট প্রকাশ করেছে।
Advertisement
উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত হওয়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে, বাংলাদেশ বিদেশি বিনিয়োগের প্রবাহ বৃদ্ধির লক্ষ্য নিয়ে একটি নতুন দিগন্তের দিকে পা বাড়াচ্ছে। "সাহায্য নয়, বাণিজ্য" — বাংলাদেশের বর্তমান কৌশল, যার মাধ্যমে বাংলাদেশ পৃথিবীতে একটি শক্তিশালী ব্যবসাবান্ধব দেশ হিসেবে পরিচিতি পাবে।
এই বুকলেটটি বিদেশি বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশের ব্যবসা এবং বিনিয়োগ সম্পর্কিত সব ধরনের আইনি তথ্য প্রদান করে। এর মধ্যে রয়েছে শ্রম ও কর্মসংস্থান আইন, কর ব্যবস্থাপনা, বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ, বুদ্ধিবৃত্তিক সম্পত্তির অধিকার, রিয়েল এস্টেট আইন, চুক্তির কার্যকারিতা, ডেটা প্রাইভেসি আইন প্রভৃতি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।
ব্যারিস্টার মিতি সানজানা জানান, এটি ‘কোয়েস্ট’ সিরিজের তৃতীয় প্রকাশনা, যা ‘লিগ্যাল কাউন্সেল’-এর একটি প্রো-বোনো প্রকাশনা সিরিজের অংশ। যেসব বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশে ব্যবসা শুরু করতে আগ্রহী, তাদের জন্য এটি একটি প্রাথমিক তথ্য চেকলিস্ট হিসেবে কাজ করবে। একই সঙ্গে, যারা ইতিমধ্যেই বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনা করছেন, তারাও এই বুকলেটের মাধ্যমে উপকৃত হবে। এই বুকলেটটির সফটকপি লিগ্যাল কাউন্সেলের ওয়েবসাইট থেকে সহজেই ডাউনলোড করা যাবে।
Advertisement
এইচআর/এএসএম