বিনোদন

মাঝরাতে ক্ষেপেছেন পরীমনি, দুষলেন গণমাধ্যমকে

মাঝরাতে হঠাৎ ক্ষেপেছিলেন ঢালিউড তারকা পরীমনি। থানায় তার বিরুদ্ধে হওয়া একটি অভিযোগের ওপর ভিত্তি করে খবর প্রকাশ করায় দুষেছেন গণমাধ্যমকে। অভিনেত্রীর ক্ষোভ মূলত তার বক্তব্য ছাড়া কেবল অভিযোগকারীর লিখিত অভিযোগের ওপর ভিত্তি করে খবর প্রকাশ করায়।

Advertisement

গত রাতে থানায় অভিযোগ দায়ের করার ঠিক পর পর জাগো নিউজ যোগাযোগ করে পরীমনি সঙ্গে। সে সময় এই অভিনেত্রী নিজের বক্তব্য তুলে ধরেন। তিনি জানান অসহায় একজন তরুণীকে খণ্ডকালীন কাজের জন্য বাড়িতে জায়গা দিয়েছিলেন। কিন্তু কিছুদিন না যেতেই ওই তরুণীর কর্মকাণ্ডে সন্দেহ তৈরি হয় পরীমনির। এ কারণে তাকে বিদায় করে দিতে চেয়েছিলেন তিনি। তারপর থেকেই শুরু হয় জটিলতা। এ নিয়ে অভিনেত্রীর পুরো বক্তব্য তুলে ধরে জাগো নিউজ।

আরো পড়ুন: গৃহকর্মী হয়ে ঘরে ঢুকেছে গুপ্তচর, সন্দেহ পরীমনির চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে থানায় অভিযোগ

গতকাল দিবাগত রাত পৌনে ২টায় ফেসবুক লাইভে নিজের বক্তব্য তুলে ধরেন পরীমনি। প্রায় ২১ মিনিটের ওই লাইভে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ আইনিভাবে মোকাবিলার কথা জানান এই অভিনেত্রী।

লাইভের শুরুতেই নিজের গৃহকর্মী দলটি প্রসঙ্গে পরীমনি বলেন, ‘আপনারা আমার বিগত জীবনযাপন দেখলেই বুঝবেন, কোনো আত্মীয়স্বজন নিয়ে আমার জীবনযাপন না, আমার পুরো পরিবারটাই হলো আমার স্টাফদের নিয়ে। বিভিন্ন দিবসে তাদের নিয়ে লেখালেখি করতাম। মাদার্স ডে, ফাদার্স ডে যাই বলেন না কেন, কারণ আমি তাদের নিয়েই থাকি। সেখানে একজন আমার গৃহকর্মী দাবি করছে নিজেকে, যার কাজের এক মাসও হয়নি। সে আসলে আমার গৃহকর্মী না।’

Advertisement

তার বিরুদ্ধে অভিযোগ আইনিভাবে মোকাবিলা করবেন জানিয়ে অভিনেত্রী পরীমনি আরও বলেন, ‘আমার হাতে সব প্রমাণ আছে, কিন্তু দিতে চাচ্ছি না কেন জানেন, কারণ আমি আইনের ওপর শ্রদ্ধাশীল।’

লাইভের বেশির ভাগ সময় তিনি গণমাধ্যমে আসা খবরে প্রতিক্রিয়া জানান। থানায় অভিযোগের সূত্র ধরে তাকে নিয়ে গণমাধ্যম যেভাবে খবর প্রকাশ করেছে, এতে তিনি মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন পরীমনি। তিনি বলেন, ‘আমরা কি একটু ওয়েট করতে পারতাম না যারা মিডিয়াকর্মী ছিলাম? তারা আমাকে যেভাবে টর্চারটা করলো, যেভাবে ফলাও করে নিউজটা করা হলো, যেভাবে তার ইন্টারভিউ করা হলো; তার মানে কি আমরা মিডিয়াকর্মী হয়ে তাকে প্রিভিলেজ দিচ্ছি না? যে কেউ যে কারও বিরুদ্ধে জিডি করলেই সাথে সাথে এটা জাস্টিফাই হয়ে যাবে? এতে আমি ছোট হয়েছি বা বড় হয়েছি তা না, আমি যদি অন্যায় করি ডেফিনেটলি আমার শাস্তি পাওয়া উচিত। যে কেউ অভিযোগ করতেই পারে, কিন্তু সেটা প্রমাণিত হওয়ার আগেই আপনি তাকে দোষী সাব্যস্ত করে দেবেন?’

গতকাল রাত সাড়ে নয়টায় পুলিশ হাজির হয় পরীমনির বাসায়। সে কথা জানিয়ে লাইভে অভিনেত্রী জানান, পুলিশ সদস্যরা বাসার সবাইকে জিজ্ঞাসাবাদ করেছে। লাইভে বেশ কয়েকবার আবেগপ্রবণ হয়ে পড়েন পরীমনি। ফেসবুক লাইভের শেষে তিনি বলেন, ‘এই মিডিয়া ট্রায়াল বন্ধ করেন, জনগণ কিন্তু আস্ত একটা মিডিয়া।’

চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এক বছরের সন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে গৃহকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে নায়িকার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পিংকি আক্তার গত বৃহস্পতিবার রাতে ঢাকার ভাটারা থানায় একটি অভিযোগ করেছেন। পিংকি আক্তার আজ শনিবার জাগো নিউজকে জানান তিনি আজ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

Advertisement

আরএমডি/এএসএম