গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে গোপালগঞ্জের কাশিয়ানীতে হয়ে গেলো ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। ২৫ বছর ধরে ঈদের পরে এ প্রতিযোগিতার আয়োজন করে আসছে উপজেলার নোয়াপাড়া বাঘিয়া গ্রামবাসী।
Advertisement
বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেলে উপজেলার নোয়াপাড়া বাঘিয়া ফুটবল মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা দেখতে আশপাশের গ্রাম থেকে হাজারো মানুষের ঢল নামে। প্রতিযোগিতা উপলক্ষে হওয়া মেলায় নানা ধরনের পণ্যের পসরা সাজিয়ে বসেন দোকানিরা।
ঘোড়দৌড়ে অংশ নেওয়া ঘোড়-সওয়ার ইমরান শেখ বলেন, এখানে নিজের ঘোড়া নিয়ে প্রতিযোগিতায় এসেছি। প্রতিযোগিতায় অংশ নিতে পেরে খুব ভালো লাগছে। এলাকার মানুষও আনন্দ পাচ্ছে। আমারা পুরষ্কার পাওয়ার জন্য নয়, মানুষকে আনন্দ দিতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করি।
ঘোড়দৌড় দেখতে আসা ইমন বিশ্বাস বলেন, এখানে দীর্ঘদিন ঘোড়দৌড় অনুষ্ঠিত হয়ে আসছে। আমি প্রতিবছর ঘোড়াদৌড় দেখেছি। এ বছরও এসেছি। আমি চাই প্রতিবছর এখানে এ প্রতিযোগিতা হোক।
Advertisement
এ প্রতিযোগিতায় নড়াইল, মাদারীপুর, ফরিদপুর, যশোর ও গোপালগঞ্জ থেকে ২৫টি ঘোড়া অংশ নেয়।
প্রতিযোগিতায় নড়াইলের রবিউল মোল্যার ঘোড়া প্রথম, একই জেলার রাব্বি মোল্যার ঘোড়া দ্বিতীয়, শিমুল শেখের ঘোড়া তৃতীয় ও আরজু মোল্যার ঘোড়া চতুর্থ হয়। পরে বিজয়ী ঘোড়ার মালিকদের হাতে নগদ অর্থ পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয়।
এমএন/এএসএম
Advertisement