দক্ষিণী সিনেমার সুপার স্টার আল্লু অর্জুনের সিনেমা ‘পুষ্পা ২: দ্য রুল’ গত ডিসেম্বরে মুক্তি পেয়েছিল। মুক্তির আগে থেকেই এটি নিয়ে দর্শকের মধ্যে তুমুল আগ্রহ তৈরি হয়েছিল। গত ৪ ডিসেম্বর হায়দারাবাদের সন্ধ্যা প্রেক্ষাগৃহে সিনেমাটির বিশেষ প্রদর্শনে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক নারীর। তার আট বছরের ছেলেও গুরুতর আহত হয়। এ ঘটনায় সরাসরি দায়িত্বহীনতার অভিযোগ ওঠে আল্লুর বিরুদ্ধে।
Advertisement
১৩ ডিসেম্বর আল্লুকে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতারও করা হয়েছিল। যদিও পর অন্তর্বর্তী জামিনে মুক্ত হন অভিনেতা। কিন্তু ‘পুষ্পা ২’ সিনেমার সাফল্যের স্বাদ নেওয়ার তুলনায় থানা-পুলিশ-আদালতের চত্বরে তাকে যেতে হয়। এবার নতুন বছরে নতুন সিদ্ধান্ত নিলেন আল্লু!
জানা গেছে, নিজের নাম পরিবর্তন করছেন অভিনেতা আল্লু। এমনিতেই আগে অভিনেতারা নিজেদের আসল নাম বদলে ধারণ করতেন পর্দার নাম। এখন সেই প্রবণতা অনেকটা কমে গেছে। যদিও জীবনে সফল হতে কিংবা বাধাবিঘ্ন থেকে মুক্ত থাকতে সংখ্যাতত্ত্বের উপর বিশ্বাস করেন অনেকেই। সেই দিকেই তা হলে পা বাড়ালেন আল্লু! তাই হয়তো নামের বানানে বর্ণের সংখ্যা বৃদ্ধি করতে যাচ্ছেন।
আরও পড়ুন: আল্লু অর্জুনকে গ্রেফতারে রাম গোপালের বিস্ফোরক মন্তব্য অ্যাটলির সিনেমায় কত পারিশ্রমিক নিচ্ছেন আল্লুশোনা যাচ্ছে, শিগগির তার আল্লু নামে যুক্ত হতে পারে আরও একটি ‘ইউ’ কিংবা অর্জুনের সঙ্গে যুক্ত হতে পারে একটি বাড়তি ‘এন’। কেউ কেউ বলছেন, নিজের কর্মজীবনে শ্রীবৃদ্ধি করতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন আল্লু। যদিও এ প্রসঙ্গে আল্লু এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেননি।
Advertisement
এমএমএফ/এএসএম