ঈদের ছুটিতে রাজশাহীর নিরাপত্তায় মাঠে থাকবে র্যাব। ঈদ জামাত ছাড়াও সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করবে পুলিশের বিশেষায়িত এই ফোর্স।
Advertisement
রোববার (৩০ মার্চ) সকালে হযরত শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ মাঠের নিরাপত্তা পর্যবেক্ষণ শেষে র্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর আসিফ আল রাজেক এ তথ্য জানান।
তিনি জানান, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব মাঠে থাকবে এবং সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ সকালে রাজশাহীর প্রধান ঈদগাহ হযরত শাহ মখদুম (রহ.) এর নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব-৫ এর একটি দল ঈদগাহ মাঠে যায়। এসময় র্যাবের ডগ স্কোয়াড মাঠে নিরাপত্তা তল্লাশি চালায়। পরে র্যাব -৫ এর উপ-অধিনায়ক মেজর আসিফ আল রাজেক র্যাবের নিরাপত্তা পরিকল্পনার কথা জানান।
খোঁজ নিয়ে জানা গেছে, রাজশাহীর ঈদগাহগুলোতে এরই মধ্যে প্রস্তুতি শেষ হয়েছে। মুসল্লিদের জন্য শামিয়ানা টাঙানো ছাড়াও বেশিরভাগ ঈদগাহের সামনে তৈরি করা হয়েছে তোরণ।
Advertisement
রাজশাহীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় হযরত শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহে। তবে আবহাওয়া প্রতিকূল হলে একই সময়ে ঈদ জামাত অনুষ্ঠিত হবে হবে হযরত শাহ মখদুম (রহ.) দরগা কেন্দ্রীয় জামে মসজিদে। প্রধান জামাতে ইমামতি করবেন নগরীর রাজারহাতা জামে মসজিদের খতিব মাওলানা কাওসার হোসাইন। তাকে সহযোগিতা করবেন তেরখাদিয়া জামে মসজিদের পেশ ইমাম মোহাম্মদ সোয়েব হোসেন।
ঈদের দ্বিতীয় প্রধান জামাত টিকাপাড়া ঈদগাহে অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। এখানে দ্বিতীয় ঈদ জামাত হবে সকাল সাড়ে ৮টায়। সকাল সোয়া ৮টায় রাজশাহীর তৃতীয় বড় ঈদ জামাত হবে নগরীর সাহেববাজার বড় রাস্তায় সড়কে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের জামাত হবে সকাল ৮টায়। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়।
সাখাওয়াত হোসেন/এসআর/এমএস
Advertisement