লাইফস্টাইল

গরমে বাড়ির অন্দর শীতল রাখবে যেসব ইনডোর প্ল্যান্ট

গরমে বাড়ির অন্দর শীতল রাখবে যেসব ইনডোর প্ল্যান্ট

গরমে ঘরে ফ্যান, এসি, এয়ার কুলার চালিয়েও যেন স্বস্তি মেলে না। আবার সারাক্ষণ এসির মধ্যে থাকা শরীরের জন্যও ভালো নয়। ঘর সাজাতে অনেকেই নানান রকম ইনডোর প্ল্যান্ট ব্যবহার করেন। জানেন কি, শুধু ঘরের সৌন্দর্য বাড়াতে নয়, ইনডোর প্ল্যান্ট ঘরের তাপমাত্রা শীতল রাখতে সাহায্য করে।

Advertisement

গ্রীষ্মে সূর্যের তীব্র তাপপ্রবাহে বাড়িঘর যখন হট চেম্বারে পরিণত হয়, তখন এসি, এয়ার কুলার ছাড়া চিন্তাই করা যায় না। তবে এই ঋতুতে ঘরকে কিছুটা ঠান্ডা এবং সতেজ রাখতে পরিবেশবান্ধব গাছ রাখতে পারেন। এসব গাছ ঘরের তাপ শুষে নিয়ে বাতাস বিশুদ্ধ করতে সাহায্য করবে।

আসুন এমন কিছু ইনডোর গাছ সম্পর্কে জেনে নেওয়া যাক, যেগুলো গরমে আপনার ঘরকে শীতল রাখবে।

অ্যালোভেরাযদিও ত্বকের যত্নে এটি বেশি গুরুত্বপূর্ণ, তবুও অ্যালোভেরা গাছ বাতাস বিশুদ্ধ করার জন্য ঘরের ভিতর রাখা হয়। কারণ এটি ঘরে অক্সিজেনের মাত্রা বাড়ায়। অ্যালোভেরা গাছ ফর্মালডিহাইড এবং বেনজিনের মতো বিষাক্ত পদার্থগুলিকে ফিল্টার করতে সাহায্য করে, যা সাধারণত গৃহস্থালীর পণ্যগুলিতে পাওয়া যায়।

Advertisement

লাকি ব্যাম্বুলাকি ব্যাম্বুকে সৌভাগ্যের প্রতীক হিসাবে বিবেচনা করা হয়, যা ঘরে সতেজতার অনুভূতি আনে। এই গাছটিকে খুব বেশি রক্ষণাবেক্ষণের প্রয়োজন পড়ে না। এটি বাতাস থেকে কার্বন মনোক্সাইড, বেনজিন এবং ফর্মালডিহাইডের মতো বিষাক্ত পদার্থ শোষণ করে।

পীচ লিলিএই গাছটি বাড়ির অভ্যন্তরে একটি নান্দনিক স্পর্শ যোগ করে।এর রংবাহারি সুন্দর ফুল ঘরের শোভা বাড়ায়। এছাড়াও, এটি বাতাসের অতিরিক্ত আর্দ্রতা শোষণ করে, শ্বাসরোধ কমায় এবং গ্রীষ্মের মাসগুলিতে বাতাসে আর্দ্রতার ভারসাম্য বজায় রাখে।

স্পাইডার প্ল্যান্টস্পাইডার প্ল্যান্ট কার্বন মনোক্সাইড এবং ফর্মালডিহাইডের মতো দূষণকারী পদার্থগুলিকে ফিল্টার করতে সাহায্য করে। এটি অক্সিজেন নিঃসরণ বাড়ায় এবং এর লম্বা ক্যাসকেডিং পাতার মাধ্যমে বায়ু সঞ্চালন উন্নত করে।

অ্যারেকা পামঅ্যারেকা পাম ঘরে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি করার পাশাপাশি বাতাস থেকে ক্ষতিকারক বিষাক্ত পদার্থ অপসারণ করতে সাহায্য করে। এটি বাতাসের শুষ্কতা রোধ করে প্রাকৃতিক আর্দ্রতা প্রদানকারী হিসেবে কাজ করে।

Advertisement

আরও পড়ুন ঘরের সাজসজ্জায় নিয়ে আসুন থিম ঈদের জন্য আপনার রসুই তৈরি তো

কেএসকে/এএসএম