জাতীয়

শেষ সময়ে ক্রেতাদের ভিড়ে জমজমাট মিরপুরের ঈদের বাজার

শেষ সময়ে ক্রেতাদের ভিড়ে জমজমাট মিরপুরের ঈদের বাজার

দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। এরই মধ্যে অনেকে সেরে ফেলেছেন ঈদের কেনাকাটা। তবে শেষ দিকে ক্রেতা সাধারণের ভিড়ে জমজমাট হয়ে উঠেছে মিরপুরের ঈদের বাজার।

Advertisement

শুক্রবার (২৮ মার্চ) রাজধানীর মিরপুর-১০ গোলচত্বর, মিরপুর-২, মিরপুর-১, মিরপুর-১১ সহ আশপাশের এলাকার কয়েকটি মার্কেট ঘুরে দেখা যায়, শেষ দিকের কেনাকাটা সারছেন ক্রেতারা।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, এবারের রমজান মাস হতে পারে ২৯ দিনের। আগামী ৩০ মার্চ দেখা যেতে পারে শাওয়াল মাসের নতুন চাঁদ। সে অনুযায়ী দেশে ৩১ মার্চ (সোমবার) ঈদুল ফিতর উদযাপনের সম্ভাবনা রয়েছে।

ইতোমধ্যে বেশিরভাগ সরকারি প্রতিষ্ঠান বন্ধ হয়ে গিয়েছে। অনেকেই নিজেদের গ্রামের বাড়ি চলে গিয়েছেন। কেউ কেউ নিচ্ছেন যাওয়ার প্রস্তুতি।

Advertisement

ব্যবসায়ীরা জানান, এখন ক্রেতারা শেষ সময়ের কেনাকাটা করছেন। কেউ জুয়েলারি, কেউ মেহেদি, কেউ বা কিনছেন ফেসপ্যাক।

মিরপুর-১ এর কো অপারেটিভ মার্কেট ঘুরে দেখা যায়, বেশিরভাগ দোকানে রয়েছে ক্রেতাদের ভিড়। কেউ দামাদামি করছেন, কেউ পছন্দের পোশাক কিনে খুশি মনে বাড়ি যাচ্ছেন।

শরিফ ওয়্যারের স্বত্বাধিকারী সামসুল ইসলাম ফারুক জাগো নিউজকে জানান, আমার দোকানে বাচ্চাদের সব ধরনের পোশাক পাওয়া যায়। এখন শেষ সময়ের বেচাকেনা করছি। যা ব্যবসা করার ২৫ রোজার আগেই করে ফেলেছি। আমি মূলত পাইকারি বিক্রি করি, আবার খুচরাও বিক্রি করি।

এই দোকানে নিজের সন্তানের জন্য পাঞ্জাবি কিনতে এসেছেন ফজলে আলম। তিনি জাগো নিউজকে বলেন, ২ টা পাঞ্জাবি পছন্দ হয়েছে, কিন্তু দাম বেশি চাচ্ছে। আমি ১২০০ টাকা বলেছি, কিন্তু দোকানদার ১৫০০ টাকার নিচে দিবে না বলছে।

Advertisement

পাশেই মুক্তিযোদ্ধা মার্কেটে গিয়ে একই দৃশ্য দেখা যায়। মতিন নামে এক ব্যবসায়ী জানান, এখন সবাই ঈদের বোনাস পেয়েছে। পাশাপাশি অনেকে কেনাকাটা শেষ করে বাড়ি চলে গেছেন। তাই ভিড় একটু কম। তবে গত বছরের তুলনায় এবার সার্বিকভাবেই ভিড় কম ছিল।

ইশিকা ফ্যাশন হাউজের স্বত্বাধিকারী তানজিল বলেন, আমার দোকানে বাচ্চাদের জামার সেট পাওয়া যায়। সুলভ মূল্যে পাইকারি ও খুচরা বিক্রি করি। ৬০০ টাকা থেকে শুরু করে ২০০০ টাকার বিভিন্ন সেট রয়েছে।

এদিকে মার্কেটের পাশাপাশি ফুটপাতেও সমান ভিড় লক্ষ্য করা গেছে। বিশেষ করে কম দামে ভাল জিনিস কিনতে ফুটপাতে ভিড় করছেন বিভিন্ন বয়সের ক্রেতারা। জুতা, শাট, টি- শার্ট, পাঞ্জাবি, পাজামা, সানগ্লাস, ঘড়ি, আন্ডারগার্মেন্টসসহ সবকিছুই পাওয়া যাচ্ছে ফুটপাতের বিভিন্ন অস্থায়ী দোকানে।

এসআরএস/এএমএ