জাতীয়

স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা

স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

Advertisement

মঙ্গলবার (২৫ মার্চ) বেলা সাড়ে ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ ডাকটিকিট অবমুক্ত করা হয়।

এ সময় অন্যদের মধ্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ, ডাক ও টেলিযোগাযোগ সচিব ড. মুশফিকুর রহমান, ডাক অধিদপ্তরের মহাপরিচালক এসএম শাহাবুদ্দিন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

Advertisement

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা যাদের আমরা সম্মান দিতে চাই যথাসময়ে যেন দেই: প্রধান উপদেষ্টা

এর আগে এদিন স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের স্বজনদের মধ্যে এই পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ বছর দেশের সর্বোচ্চ বেসামরিক এই পুরস্কার দেওয়ার জন্য ৭ জনের নাম ঘোষণা করেছিল সরকার।

তবে স্বাধীনতা পুরস্কার না নেওয়ার ঘোষণা দেন লেখক, গবেষক ও রাজনীতিক বদরুদ্দীন উমর। তার পুরস্কার জাতীয় জাদুঘরে রাখবে সরকার। এছাড়া মরণোত্তর পুরস্কারপ্রাপ্ত আরেকজনের পরিবার বিদেশে থাকায় সেখানে পুরস্কার পৌঁছে দিবে সরকার।

এমইউ/ইএ/জিকেএস

Advertisement