মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
Advertisement
মঙ্গলবার (২৫ মার্চ) বেলা সাড়ে ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ ডাকটিকিট অবমুক্ত করা হয়।
এ সময় অন্যদের মধ্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ, ডাক ও টেলিযোগাযোগ সচিব ড. মুশফিকুর রহমান, ডাক অধিদপ্তরের মহাপরিচালক এসএম শাহাবুদ্দিন উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
Advertisement
এর আগে এদিন স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের স্বজনদের মধ্যে এই পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ বছর দেশের সর্বোচ্চ বেসামরিক এই পুরস্কার দেওয়ার জন্য ৭ জনের নাম ঘোষণা করেছিল সরকার।
তবে স্বাধীনতা পুরস্কার না নেওয়ার ঘোষণা দেন লেখক, গবেষক ও রাজনীতিক বদরুদ্দীন উমর। তার পুরস্কার জাতীয় জাদুঘরে রাখবে সরকার। এছাড়া মরণোত্তর পুরস্কারপ্রাপ্ত আরেকজনের পরিবার বিদেশে থাকায় সেখানে পুরস্কার পৌঁছে দিবে সরকার।
এমইউ/ইএ/জিকেএস
Advertisement