দেশজুড়ে

বিশাল গাড়িবহর নিয়ে পঞ্চগড়ে সারজিস আলমের শোডাউন

বিশাল গাড়িবহর নিয়ে পঞ্চগড়ে সারজিস আলমের শোডাউন

নতুন রাজনৈতিক দলে পদ পেয়ে পঞ্চগড়ে নিজ এলাকায় গেলেন সারজিস আলম। বিশাল গাড়িবহর নিয়ে সোমবার (২৪ মার্চ) দুপুরে নীলফামারী হয়ে দেবীগঞ্জ ঢোকেন তিনি। উপজেলার বিজয় চত্বরে পথসভায় প্রথম বক্তব্য রাখেন। এরপর বোদা এবং তেঁতুলিয়ায় পৃথক পথসভায় কথা বলেন এনসিপির এই নেতা।

Advertisement

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠকের পদ পাওয়ার পর থেকেই সারজিস আলমের পোস্টারে ছেয়ে গেছে পঞ্চগড়। এসব পোস্টারে জাতীয় নাগরিক পার্টি ও সারজিস আলমের পক্ষ ঈদের শুভেচ্ছা জানানো হয়েছে।

সারজিস আলমের পঞ্চগড় আগমন উপলক্ষে চার উপজেলায় চারটি পথসভায় বক্তব্যের কথা থাকলেও সময়ের অভাবে পঞ্চগড় শহরের পথসভা বাতিল করে আটোয়ারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ইফতার অনুষ্ঠানে যোগ দেন।

আরও পড়ুন:

Advertisement

কথা নয় কাজ করে দেখাতে চাই: সারজিস

দেবীগঞ্জ ও তেঁতুলিয়ার পথসভায় সারজিস আলম বলেন, ‘আগামীর বাংলাদেশে কেউ আর দলের নাম দেখে, মার্কা দেখে ভোট দেবে না। এতদিন সাধারণ মানুষকে নেতারা বিভিন্নভাবে ব্যবহার করেছে। ভোটের আগের দিন যায় আর কিছু টাকা ধরিয়ে দেয়। আর ভোটের পরে যে কোনো কাজের জন্য গেলে আগে টাকার জন্য হাত পেতে থাকে। নতুন বাংলাদেশে আর এইগুলা হতে দেওয়া যাবে না। যে জনপ্রতিনিধি হয়ে কাজ না করে সাধারণ মানুষের কাছে লুটপাট করবে, তাদের আর জনপ্রতিনিধি হিসেবে মেনে নেওয়া যাবে না।’

তিনি আরও বলেন, ‘পাঁচ বছরে যদি কোনো নেতার কাছে একদিন কিছু নেন, তাহলে পাঁচ বছর আপনার রক্ত চুষে খাবে। এই সুযোগ কোনো মেম্বার- চেয়ারম্যান-এমপি-মন্ত্রী আর কাউকে সুযোগ দেওয়া যাবে না।’

জনগণের উদ্দেশে সারজিস আলম বলেন, ‘আমরা ভুল করলে শুধরে দেবেন। আর কোনো দলের অন্ধ ভক্ত হবেন না। অন্ধ ভক্ত হলে আপনার মূল্য কেউ দেবে না। আমরা আপনাদের কাছে মার্কা নিয়ে যাবো, যদি আপনাদের কথা রাখতে পারি তাহলে আমাদের ভোট দেবেন। পঞ্চগড় আমার জন্মভূমি, তাই আপনাদের কাছে আমার আলাদা দাবি আছে।’

বিকেলে তেতুঁলিয়ায় পথসভা শেষে নিজ এলাকা আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ইফতার অনুষ্ঠানে উপস্থিত হন সারজিস আলম। সেখানে স্থানীয় ছাত্র-জনতা উপস্থিত ছিলেন। তবে সেখানে বক্তব্য দেওয়ার সময় পাননি তিনি। ইফতার শেষে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন।

Advertisement

সফিকুল আলম/এসআর/এমএস