দেশজুড়ে

নোংরা পরিবেশে সেমাই উৎপাদন, লাখ টাকা জরিমানা

নোংরা পরিবেশে সেমাই উৎপাদন, লাখ টাকা জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন ও বিএসটিআইএয়ের নকল লোগো ব্যবহার করার অপরাধে ফেনীর হক ফুড প্রোডাক্টকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

Advertisement

সোমবার (২৪ মার্চ) দুপুরে ফেনী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম এ জরিমানা করেন।

ভোক্তা অধিকার সূত্র জানায়, ভেজালবিরোধী অভিযানে ফেনী শহরের রামপুর সওদাগর বাড়ি এলাকায় হক ফুড প্রোডাক্টে গিয়ে দেখা যায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন এবং সংরক্ষণ, নকল চাঁন তারা, শাহী, বোম্বাই, বার্মিসিলিসহ নানা ব্র্যান্ডের নাম ব্যবহার করে সেমাই তৈরি ও বিএসটিআইয়ের নকল লোগো ব্যবহার করছে। এ অপরাধে হক ফুড প্রোডাক্ট প্রতিষ্ঠানের মালিক ইফতেখার রাশেদকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে জেলা নিরাপদ খাদ্য অফিসার মুহাম্মদ শামসুল আরেফিন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, জেলা স্যানেটারি ইন্সপেক্টর করিমুল হক ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

Advertisement

ফেনী জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম বলেন, ভেজাল নিয়ন্ত্রণে জেলাব্যাপী অভিযান অব্যাহত রয়েছে।

আবদুল্লাহ আল-মামুন/জেডএইচ/এএসএম