আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড ও প্রজেক্টের মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখছে। জেসিআই বাংলাদেশের বেশ কিছু লোকাল চ্যাপ্টার রয়েছে যার মধ্যে অন্যতম হলো জেসিআই ঢাকা মেট্রো। তরুণ নেতৃত্ব তৈরি ও ইতিবাচক সামাজিক পরিবর্তনের লক্ষে জেসিআই বাংলাদেশের লোকাল চ্যাপ্টার জেসিআই ঢাকা মেট্রো নিরলস কাজ করে যাচ্ছে।
Advertisement
জেসিআই ঢাকা মেট্রোর স্থানীয় অধ্যায় জেসিআই ঢাকা মেট্রোর ফাউন্ডেশন ডে, এক্সট্রা অর্ডিনারি জেনারেল অ্যাসেম্বলি এবং ইফতার আয়োজন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ মার্চ) রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে অবস্থিত ন্যাসেন্ট গার্ডেনিয়াতে এটি অনুষ্ঠিত হয়।
এতে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ন্যাশনাল গভর্নিং বডির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ফাতিমা আকতার নাজ, এডভাইজার টু ন্যাশনাল প্রেসিডেন্ট তাসিন আজিম সেজান, ন্যাশনাল স্ট্র্যাটেজিক প্ল্যানিং চেয়ারপার্সন আব্দুল মালেক তুষার, ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট ফাইজুন নূর আকন প্রমুখ। জেসিআই ঢাকা মেট্রোর মেন্টর রাইয়ান আকবর টুটুলের তত্বাবধানে অনুষ্ঠানটি পরিচালনা করেন লোকাল প্রেসিডেন্ট তৌফিক হাসান।
এই অনুষ্ঠানে নতুন বোর্ড সদস্য অন্তর্ভুক্ত হয়। শপথ গ্রহণ করা বোর্ড সদস্যরা হলেন নাজমুস সাকিব, গোলাম কিবরিয়া, তাহমিনা খাতুন, ফয়সাল আহমেদ, দীপংকর দাস, মাসুদুর রহমান, মো, আসিফুল মাওলা রেহান, শায়লা আখন্দ।
Advertisement
অনুষ্ঠানে ত্রৈমাসিক কার্যক্রম উপস্থাপন করেন সেক্রেটারি জেনারেল আকতার হোসেন। এছাড়া ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন পেশ করেন আব্দুল্লাহ হোসেন। ফেব্রুয়ারি মাসে সেরা সদস্য নির্বাচিত হোন ভাইস প্রেসিডেন্ট ফারজানা ইসলাম। জেসিআই ঢাকা মেট্রোর ফাউন্ডার প্রেসিডেন্ট সানামা ফায়েজ সকল বোর্ড সদস্যদের ধন্যবাদ দিয়ে সমাপনী বক্তব্য প্রদান করেন।
এলআইএ/জেআইএম