রাজনীতি

ইনভেস্টমেন্ট সামিটে আমন্ত্রণ পাচ্ছে বিএনপি, জামায়াত ও এনসিপি

ইনভেস্টমেন্ট সামিটে আমন্ত্রণ পাচ্ছে বিএনপি, জামায়াত ও এনসিপি

আগামী ৭ থেকে ১০ এপ্রিল বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) আয়োজনে অনুষ্ঠিতব্য ইনভেস্টমেন্ট সামিটে আমন্ত্রণ জানানো হচ্ছে দেশের তিন রাজনৈতিক দল-বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি)।

Advertisement

রোববার (২৩ মার্চ) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী পরিচালক চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এ তথ্য জানান। তিনি বলেন, বিনিয়োগকারীরা এক-দুই বছরের ভিত্তিতে বিনিয়োগের সিদ্ধান্ত নেন না। ন্যূনতম পাঁচ বছর থেকে ৩০-৪০ বছরের সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়েই বিনিয়োগ করে থাকেন বিনিয়োগকারীরা। তারা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই রাজনৈতিক স্থিতিশীলতা, রাজনৈতিক ঐকমত্য ও রাজনৈতিক ধারাবাহিকতার বিষয়গুলো কাজ করবে। এ কারণেই আগামী ৯ ও ১০ এপ্রিল রাজনৈতিক তিনটি দল বিএনপি, জামায়াত ও এনসিপিকে আমন্ত্রণ ও তাদের সঙ্গে বিনিয়োগকারীদের আলোচনার জন্য পৃথক রুম করে দিয়েছি। এ সামিটের মাধ্যমে খ্যাতনামা কোম্পানি বিনিয়োগ করবে বলে আশা করছি।

বিনিয়োগকারীরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করলে দলগুলোও বিনিয়োগকারীদের ইতিবাচক ধারণা দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আসন্ন এ সামিটে ৫০টি দেশের সাড়ে ৫ শতাধিক প্রতিনিধি অংশ নেবেন। এছাড়া দেশের ২০০০ এর বেশি প্রতিনিধি এতে অংশ নেওয়ার জন্য নিবন্ধন করেছেন।

Advertisement

আগামী ৯ মার্চ মূল অনুষ্ঠান শুরু হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

এমইউ/এএমএ/জিকেএস