সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে কর্মরত বেঞ্চ অফিসার এবং সহকারী বেঞ্চ অফিসারদের রোববার (২৩ মার্চ) থেকে তিনদিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ শুরু হবে।
Advertisement
হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) আসিফ ইকবালের সই করা এ সংক্রান্ত বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
এতে বলা হয়েছে, জনগণের সেবা সহজীকরণ এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের কর্মকর্তা-কর্মচারীদের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ গত ১২ সেপ্টেম্বর ১২ দফা নির্দেশনা দেন।
ওই ১২ দফা নির্দেশনা বাস্তবায়ন, কাজের দক্ষতা ও মান বৃদ্ধির জন্য কর্মোপযোগী অভ্যন্তরীণ প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে। এই প্রশিক্ষণ কর্মশালা ২৩ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।
Advertisement
হাইকোর্ট বিভাগে কর্মরত সব বেঞ্চ অফিসার এবং সহকারী বেঞ্চ অফিসারকে এই বিশেষ প্রশিক্ষণে অংশ নিতে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
এফএইচ/এমকেআর