সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ছবি ভাইরাল হওয়ায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলা মহিলা দলের সভাপতি আফসানা মিমিকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে এখনো পদে বহাল রয়েছেন ভালুকা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লুৎফর রহমান খান সানী।
Advertisement
শনিবার (২২ মার্চ) বিকেলে ময়মনসিংহ দক্ষিণ জেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন পারভীন ও সাধারণ সম্পাদক নাদীরা ইয়াসমীন রীতা যৌথ স্বাক্ষরিত এক চিঠিতে আফসানা মিমিকে অব্যাহতি দেওয়া হয়।
আফসানা মিমি গফরগাঁও উপজেলা মহিলা দলের সভাপতি এবং দক্ষিণ জেলা মহিলা দলের সহ-সভাপতি। সংগঠনের চিঠিতে আফসানা মিমিকে গফরগাঁও উপজেলা মহিলা দলের সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়া হলেও দক্ষিণ জেলা মহিলা দলের সহ-সভাপতি পদ বহাল রয়েছে।
চিঠিতে বলা হয়, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলে কোনো অনিয়ম ও বিশৃঙ্খলা প্রশ্রয় দেন না। আপনার কিছু আচরণগত দিকের কারণে আমাদের দলের পরিবেশ ক্ষুন্ন হয়েছে। এমতাবস্থায় দল মনে করছে যে, আপনার কারণে দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে। সুতরাং দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে গফরগাঁও উপজেলা মহিলা দলের সভাপতির পদ থেকে আপনাকে অব্যাহতি প্রদান করা হলো।
Advertisement
ময়মনসিংহ দক্ষিণ জেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন পারভীন জাগো নিউজকে বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে আফসানা মিমিকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সংগঠন সূত্র জানায়, আফসানা মিমির সঙ্গে ভালুকা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লুৎফর রহমান খান সানীর কিছু আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি নিয়ে দলীয় পরিমণ্ডলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হলে এই নেত্রীকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়। তবে একই দোষে দোষী হয়েও এখনো পদে বহাল রয়েছেন ভালুকা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লুৎফর রহমান খান সানী।
আফসানা মিমির স্বামী গফরগাঁও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. ফখরুল ইসলাম বলেন, ষড়যন্ত্র করে এসব ছবি এডিট করে ছড়ানো হয়েছে। এরই মধ্যে ছবিগুলোর বিষয়ে ঢাকার দক্ষিণখান থানায় অভিযোগ করা হয়েছে। এতে লুৎফর রহমান খানসহ আরও কয়েকজন আসামি হয়েছেন।
ঘটনার বিষয়ে জানতে চাইলে ছাত্রদল নেতা লুৎফর রহমান খান সানী বলেন, কীভাবে ছবি ভাইরাল হয়েছে আমি কিছুই জানি না। তবে আফসানা মিমি আমার পরিচিত। ভালুকাতেই উনার বাবার বাড়ি। আমরা একই দলের রাজনীতি করি।
Advertisement
এ বিষয়ে ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মাহাবুবুর রহমান রানা বলেন, দলের বদনাম হবে এমন কাজ কোনো নেতা করতে পারবেন না। লুৎফর রহমান খান সানীর বিষয়টি আমাদের নজরে এসেছে। বিষয়টি কেন্দ্রীয় নেতাদের জানানো হয়েছে। তারাই এ বিষয়ে ব্যবস্থা নেবেন।
কামরুজ্জামান মিন্টু/জেডএইচ/জেআইএম