দেশজুড়ে

মশার উপদ্রবে অতিষ্ঠ হয়ে মশারি-কয়েল নিয়ে বিক্ষোভ

মশার উপদ্রবে অতিষ্ঠ হয়ে মশারি-কয়েল নিয়ে বিক্ষোভ

খুলনায় মশার উপদ্রব থেকে রক্ষায় পদক্ষেপের দাবিতে মশারি-কয়েল নিয়ে বিক্ষোভ করেছেন নগরবাসী।

Advertisement

শনিবার (২২ মার্চ) বেলা সোয়া এগারোটায় নগরীর পিকচার প্যালেস মোড়ে নাগরিক সমাজের উদ্যোগে এ বিক্ষোভ হয়।

এসময় বক্তারা বলেন, খুলনায় বর্তমানে মশার উপদ্রবে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। কিন্তু মশা নিধনে সিটি করপোরেশনের ভূমিকা খুবই নগণ্য। সিটি করপোরেশন কর্তৃক ব্যবহৃত মশা নিধনের ওষুধ অত্যন্ত নিম্নমানের।

তারা আরও বলেন, বর্তমানে মশা যে প্রকট আকার ধারণ করেছে তার ব্যর্থতার দায় খুলনা সিটি করপোরেশনকে নিতে হবে। দ্রুত সময়ের ভেতর মশা বিনাশে ব্যবস্থা না নিলে আমরা নগর ভবন ঘেরাও করব।

Advertisement

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন খুলনা নাগরিক সমাজের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ অ্যাডভোকেট আ ফ ম মহসীন। এসময় নাগরিক সমাজ খুলনা জেলার সদস্যসচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার, আমরা বৃহত্তর খুলনা বাসী’র সভাপতি ড. নাসির উদ্দিন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি খুলনা মহানগরের সাবেক সভাপতি মিজানুর রহমান বাবু, সম্মিলিত নারী অধিকার সুরক্ষা ফোরামের সদস্য সচিব সুতপা বেদঙ্গা প্রমুখ উপস্থিত ছিলেন।

মো. আরিফুর রহমান/এমএন/এমএস