গত বছর ২৬ অক্টোবর বাফুফে বার্ষিক সাধারণ সভায় কাউন্সিলররা পাশ করাননি ২০২৫ সালের বাজেট। কিছু কাগজপত্রে ঘাটতি থাকায় বাজেটের বিষয়টি তুলে রাখা হয়েছিল নির্বাহী কমিটির ওপর। নির্বাচনের ৫ মাস পর আজ বৃহস্পতিবার নির্বাহী কমিটির সভায় সেই বাজেট অনুমোদন হয়েছে।
Advertisement
তাবিথ আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ২০২৫ সালের জন্য প্রায় ৬২ কোটি টাকার বাজেট অনুমোদন হয়। এতে সম্ভাব্য ব্যয়ের বিপরীতে সম্ভাব্য আয় ধরা হয়েছে ৫৭ কোটি টাকা। ঘাটতি থাকছে ৫ কোটি টাকার মতো।
২০২৫ সালের সম্ভাব্য ব্যয়ের খাতে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে বিভিন্ন টুর্নামেন্ট আয়োজনে। বাফুফের এক সহ-সভাপতি জাগো নিউজকে জানিয়েছেন, বাজেটের ৮০ ভাগ অর্থ বিভিন্ন টুর্নামেন্টে ব্যয় করা হবে। বাকি ২০ ভাগের মধ্যে কোচসহ স্টাফদের বেতন ও প্রশাসনিক কাজে খরচ হবে। ২০২৪ সালে বাফুফের বাজেট ছিল ৫৩ কোটি টাকার কিছু বেশি।
আয়ের উৎসগুলোর মধ্যে রয়েছে স্পন্সরশিপ, সম্প্রচার স্বত্ব। আর নিয়মিত পাওয়া ফিফা ও এএফসি থেকে অর্জিত অর্থও থাকছে। ফিফা থেকে পাওয়া যেতে পারে প্রায় ১৫ কোটি টাকা। এএফসি অনুদানের পরিমাণ প্রায় ৬ কোটি টাকা। সভায় ঢাকার স্কুলগুলো ফুটবল নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে। এপ্রিলের মাঝামাঝিতে স্কুল ফুটবল মাঠে গড়াবে। অনূর্ধ্ব-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপ, বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ (বিসিএল) ও তৃণমূল পর্যায়ের ফুটবলের উন্নয়ন নিয়েও আলোচনা হয়েছে সভায়।
Advertisement
আরআই/এমএইচ/