দেশজুড়ে

টয়লেটের স্লাব ভাঙা নিয়ে সংঘর্ষে আহত ২০

ঝিনাইদহের মহেশপুর উপজেলার পুড়াপাড়া বাজারে টয়লেটের স্লাব ভাঙা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।

Advertisement

বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে বিশ্বনাথপুর গ্রামের আলী হোসেন ওরফে হযরত আলী, জাহিদ হাসান অপু, সুজন, রাজু, মসিয়ার রহমান, নুরুন্নবী, আলাউদ্দিন, সাজু ও নয়নকে যশোর হাসপাতলে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত আলী হোসেন ওরফে হযরত আলীকে ঢাকায় রেফার করা হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী আব্দুল মালেক জানান, দুদিন আগে ইঞ্জিনচালিত নসিমনের ধাক্কায় ভাটপাড়া গ্রামের আনিচুর রহমানের টয়লেটের স্লাব ভেঙে যায়। ওই ঘটনায় বিশ্বনাথপুর গ্রামের নসিমনচালক রাজুকে মারধর করা হয়। পরে রাজুকে উদ্ধার করতে এলাকাবাসী এগিয়ে গেলে তাদেরও মারধর করেন আনিচুর ও তার সহযোগীরা।

Advertisement

পরে বিষয়টি মীমাংসার জন্য বৃহস্পতিবার সন্ধ্যায় পুড়াপাড়া বাজারে সালিশ ডাকা হয়। সালিশে বসার আগেই সেখানে অতর্কিত হামলা চালান প্রতিপক্ষের লোকজন। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।

মান্দারবাড়িয়া গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল মজিদ জানান, আকস্মিক হামলায় নারীসহ প্রায় ২০ জন আহত হয়েছেন। হামলায় আনিচুরসহ উভয় পক্ষের বেশ কয়েকজন গুরুতর জখম হয়েছেন।

এ বিষয়ে মহেশপুর থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) শরিফুল ইসলাম জানান, টয়লেটের স্লাব ভাঙা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। আহতদের মধ্যে দুজন মহেশপুর ও আটজন যশোর হাসপাতালে ভর্তি হয়েছেন।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। উভয় পক্ষ অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

শাহজাহান নবীন/এসআর/জেআইএম