সিরাজগঞ্জের এনায়েতপুরে ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় দুই গ্রুপের অন্তত সাতজন আহত হয়েছেন।
Advertisement
মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে এনায়েতপুর থানার সদিয়া চাঁদপুর ইউনিয়নের চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ব্যক্তিগত উদ্যোগে করোনা বাজারে ইফতারের আয়োজন করেন ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য রওশন আলী। অপরদিকে চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইফতার মাহফিলের আয়োজন করেন ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি করিম মোল্লা। কিন্তু রওশন আলী ও তার লোকজন বিদ্যালয় মাঠে করিম মোল্লার ইফতার আয়োজনে বাধা দেন। এতে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন।
এনায়েতপুর থানা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য এম এ কাশেম অভিযোগ করে বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমি চাই এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।
Advertisement
থানা বিএনপির সাবেক সদস্য সচিব মুনজুর রহমান মঞ্জু সিকদার বলেন, করিম মোল্লা আজ চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইফতার মাহফিলের আয়োজন করেছিলেন। কিন্তু রওশন আলী ও তার লোকজন সেটি পণ্ড করে দিয়েছেন। এতে দলের বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন ইয়াজদানি জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। উভয়পক্ষের কয়েকজন আহত হয়েছে বলে শুনেছি। তবে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এম এ মালেক/এফএ/এএসএম
Advertisement