প্রায় দুই কোটি ৬৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে রাউফুন আলম চৌধুরী ওরফে শুভ (৩২) নামে একজনকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত রোববার (১৬ মার্চ) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।
Advertisement
মঙ্গলবার (১৮ মার্চ) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য জানান।
তিনি বলেন, পল্টন থানায় দায়ের করা প্রতারণা মামলায় প্রায় দুই কোটি ৬৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে রাউফুন আলম চৌধুরী ওরফে শুভকে গ্রেফতার করেছে সিআইডির ঢাকা মেট্রো পূর্ব বিভাগ।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, আসামি রাউফুন আলম চৌধুরী ভুক্তভোগীর কাছ থেকে নগদ ও বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে দুই কোটি ৬৮ লাখ টাকা ঋণ হিসেবে নেন এবং সেই টাকার বিপরীতে ৩০০ টাকার নন-জুডিসিয়াল স্ট্যাম্পে একটি চুক্তিপত্র এবং ইস্টার্ন ব্যাংকের ৬টি চেক প্রদান করেন।
Advertisement
এরপর তিনি টাকাগুলো ফেরত না দিয়ে প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করে দুবাই পালিয়ে যান। দীর্ঘ সময় পলাতক থাকার পর গত ১৬ মার্চ বাংলাদেশে ফেরার সময় সিআইডির ঢাকা মেট্রো পূর্ব বিভাগের একটি টিম তাকে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে।
আসামি ও ভুক্তভোগী দুজন পূর্বপরিচিত এবং ব্যক্তিগত আস্থার সুযোগ নিয়ে এ প্রতারণার ঘটনা ঘটে।
টিটি/এমকেআর/এএসএম
Advertisement