বিনোদন

দক্ষিণী নায়িকা রাশমিকা, সামান্তা, তামান্নাদের বয়স কত

দক্ষিণী সিনেমার নায়িকাদের নিয়ে দর্শকের আগ্রহের অন্ত নেই। এদের মধ্যে কেউ পেয়েছেন ‘জাতীয় ক্রাশ’র তকমা। কেউবা দর্শকদের মাত করেছেন নৃত্যে-অভিনয়ে। এ অভিনেত্রীরা কেবল দক্ষিণী সিনেমাতেই নয়, বলিউডেও ধীরে ধীরে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন।

Advertisement

এ নায়িকাদের ব্যক্তিগত জীবন নিয়েও কৌতূহলী অনুরাগীরা। এবার প্রকাশ্যে এসেছে দক্ষিণের ৮ নায়িকার আসল বয়স।‘বাহুবলী’ খ্যাত অনুশকা শেঠির অনুরাগীর বহর বিশাল। তার সৌন্দর্যে মুগ্ধ অনেকেই। অনুশকার ঝুলিতে রয়েছে অসংখ্য ব্যবসা সফল সিনেমা। এ অভিনেত্রীর জন্ম ১৯৮১ সালের ৭ নভেম্বরে। মানে অনুশকার বয়স এখন ৪৩ বছর।

অনুশকা শেঠি। ছবি: সংগৃহীত

দক্ষিণী বিনোদন অঙ্গনের অন্যতম জনপ্রিয় নায়িকা সামান্থা রুথ প্রভু। ‘পুষ্পা’ সিনেমায় ‘উ আন্তাভা’ গানে তার লাস্যময়ী নাচ নিয়ে দর্শকের উন্মাদনা ছিল তুঙ্গে। আবার ‘ফ্যামিলি ম্যান’ ওয়েব সিরিজে ভয়ঙ্কর সন্ত্রাসবাদীর চরিত্রে তিনি। ভিন্ন ধরনের চরিত্রে নিজেকে প্রমাণ করেছেন। ১৯৮৭ সালে ২৮ এপ্রিল জন্মেছিলেন অভিনেত্রী। সামান্থার বয়স এখন ৩৭ বছর।

Advertisement

সামান্থা রুথ প্রভু। ছবি: সংগৃহীত

পরপর বক্স অফিস কাঁপানো সিনেমা তার ঝুলিতে। পেয়েছেন ‘জাতীয় ক্রাশ’র তকমা। রাশমিকা মান্দানার হাসিতে ঘায়েল অনুরাগীরা। সমসাময়িক অভিনেত্রীদের তুলনায় বয়স কম হলেও বিনোদন অঙ্গনে নিজের দৃঢ় অবস্থান তৈরি করেছেন এ নায়িকা। ১৯৯৬ সালে ৫ নভেম্বরে জন্ম রাশমিকার। তার বর্তমান বয়স ২৮ বছর। বর্তমানে তিনি ‘সিকান্দার’ সিনেমার প্রচার নিয়ে ব্যস্ত রয়েছেন।

রাশমিকা মান্দানা। ছবি: সংগৃহীত

‘স্ত্রী ২’ সিনেমায় তার কম সময়ের উপস্থিতি ছিল। কিন্তু ‘আজ কি রাত’ গানে তার নৃত্যে মোহিত হয়েছেন অনুরাগীরা। তিনি হলেন তামান্না ভাটিয়া। সম্প্রতি বিবাহবিচ্ছেদ হয়েছে এ নায়িকার। তাই তার ব্যক্তিগত জীবন নিয়েও তুমুল আলোচনা অনুরাগীদের মাঝে। বর্তমানে তামান্নার বয়স ৩৫ বছর। ১৯৮৯ সালের ২১ ডিসেম্বরে তিনি জন্ম গ্রহণ করেছেন।

Advertisement

তামান্না ভাটিয়া। ছবি: সংগৃহীত

‘মহানতি’ সিনেমার জন্য প্রশংসা কুড়িয়েছেন কীর্তি সুরেশ। বলিউডেও সফর শুরু করেছেন অভিনেত্রী। ১৯৯২ সালের ১৭ অক্টোবর জন্ম অভিনেত্রী। এখন তার বয়স ৩২ বছর।

কীর্তি সুরেশ। ছবি: সংগৃহীত

তেলুগু, তামিল সিনেমার আলোচিত নায়িকা তৃষা কৃষ্ণন। অভিনয় দক্ষতা দিয়ে তিনি তার গুণের পরিচয় বার বার দিয়েছেন। ৪১ বছর বয়সী এ নায়িকা ১৯৮৩ সালের ৪ মে জন্মগ্রহণ করেছেন।

তৃষা কৃষ্ণন। ছবি: সংগৃহীত

আরও পড়ুন:

রানি-কাজলের প্রিয় মানুষটি আর নেই আলিয়াকে নিয়ে জল্পনা-কল্পনা সত্যি হলো

তিনি দক্ষিণী সিনেমা ‘লেডি সুপারস্টার’ তকমা পেয়েছেন। অভিনয়ের পাশাপাশি তার অক্ষিপল্লবেও মুগ্ধ দর্শক। অভিনেত্রী নয়নতারা ১৯৮৪ সালের ১৮ নভেম্বর জন্মেছিলেন। এখন তার বয়স ৪০ বছর।

নয়নতারা। ছবি: সংগৃহীত

একটি প্রবাদ আছে, নারীরা কুড়িতেই বুড়ি’। কিন্তু ৪০ বছরেরও বেশি বয়সী নায়িকারা দাপিয়ে অভিনয় করছেন। পুনোনো ধারণা ভেঙে দিয়েছেন দক্ষিণী নায়িকারা।

এমএমএফ/এমএস