পাসপোর্ট পেতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সংগঠক মাইকেল চাকমার আবেদন সাতদিনের মধ্যে নিষ্পত্তির করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে কেন পাসপোর্ট দেওয়া হবে তা জানতে চেয়ে রুল দিয়েছেন আদালত।
Advertisement
মাইকেল চাকমা গত সরকারের আমলে দীর্ঘদিন ‘আয়নাঘরে’ বন্দি ছিলেন বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করেছেন।
তার করা এক রিটের শুনানি নিয়ে বৃহস্পতিবার (১৩ মার্চ) হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
আদালতে এদিন আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী আবদুল্লাহ আল নোমান। তিনি জানান, নিয়ম অনুসারে পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন মাইকেল চাকমা।
Advertisement
কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দিতে গেলে তাকে ফিরিয়ে দেওয়া হয়। এরপর তিনি হাইকোর্টের দ্বারস্থ হন।
আদালত আদেশ পাওয়ার সাতদিনের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে মাইকেল চাকমাকে পাসপোর্ট ইস্যুর আবেদন বিবেচনা করতে বলেছেন। একই সঙ্গে রুল জারি করেছেন।
আরও পড়ুন
‘আয়নাঘরের’ বর্ণনা দিলেন ৫ বছর পর ফিরে আসা মাইকেল চাকমাসংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সালের এপ্রিলে মাইকেল চাকমাকে তুলে নিয়ে যাওয়া হয় বলে তার পরিবার ও দল অভিযোগ করে। এরপর থেকে তার কোনো হদিস মেলেনি। গত ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের দুদিন পর ৭ আগস্ট চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের একটি স্থানে তাকে চোখ বাঁধা অবস্থায় ছেড়ে দেওয়া হয়।
Advertisement
গত ১৮ ডিসেম্বর ট্রাইব্যুনালে অভিযোগ দেন মাইকেল চাকমা। তখন বলেন, আমি কী গ্রহণ করবো, না করবো সেই অধিকার আছে। মূলত শেখ হাসিনা যে খুন-গুম করে মানুষের প্রতিবাদ-প্রতিরোধ ধ্বংস করে দেওয়ার জন্য, আজীবন ক্ষমতায় থাকার জন্য এগুলো করেছেন। তবে কারা গুম করেছিল, তাদের পরিচয়, চেহারা জানতে পারেননি। প্রশ্ন করাও বারণ ছিল বলে জানান তিনি।
গুম করার ঘটনা বর্ণনা করে মাইকেল চাকমা বলেন, ঢাকার কল্যাণপুরে একটা জায়গায় গিয়েছিলেন। সেখানে পেছন থেকে একজন তার নাম ধরে ডাকেন। তিনি তাকাতেই কয়েকজন মিলে তাঁর জামার কলার, কোমরের বেল্ট ও হাত ধরে ফেলেন। তাৎক্ষণিক একজন মুঠোফোনে গাড়ি ডাকেন। দ্রুত গাড়ি চলে আসে এবং তাঁকে ওই গাড়িতে (মাইক্রোবাসে) তোলা হয়।
গাড়িতে তুলেই হাতে হাতকড়া এবং চোখ কালো কাপড়ে বাঁধা হয় জানিয়ে মাইকেল বলেন, চোখ বাঁধার আগে চালকের পাশের আসনে একটি ওয়াকিটকি তিনি দেখেছিলেন। পেছনের আসনে কয়েকটি বাটন মোবাইলও দেখেন। পরে ঘণ্টাখানেক যাত্রা করে তাকে একটি স্থানে নেওয়া হয়। সেখানে এক রাত রেখে আরেক জায়গায় নেওয়া হয়। সেখানেই তিনি পাঁচ বছর তিন মাস ২৭ দিন ছিলেন বলেও জানান।
এফএইচ/ইএ