রাজনীতি

ধর্ষণকারীদের দ্রুত বিচার নিশ্চিতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি

নারী এবং শিশু ধর্ষণ ও নির্যাতন-নিপীড়নের বিচার দ্রুত নিশ্চিত করার জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস)। একই সঙ্গে ধর্ষণের মতো বর্বরোচিত অপরাধের তদন্ত যেন দ্রুত সম্পন্ন করা সম্ভব হয় সেজন্য পুলিশের বিশেষ টাস্কফোর্স গঠনের দাবি জানিয়েছে সংগঠনটি।

Advertisement

বৃহস্পতিবার (১৩ মার্চ) গণতান্ত্রিক ছাত্রসংসদের মুখপাত্র আশরেফা খাতুন সই করা এক বিবৃতিতে এসব দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিশুটির মৃত্যু একটি কাঠামোবদ্ধ হত্যাকাণ্ড যা ধর্ষকামী সমাজকাঠামো থেকে গড়ে উঠেছে। এ দেশে বর্ণ-ধর্ম-বয়স-গোত্র নির্বিশেষে নারীদের জীবনকে বিপর্যস্ত ও বিপন্ন করে তোলা হয়েছে, যার চূড়ান্ত ফলাফল আট বছরের শিশুকে ধর্ষণে হত্যা। সমাজকাঠামোর যদি পরিবর্তন না আনা হয় এবং আইনের সুশাসন যদি নিশ্চিত না করা হয় তাহলে আরও শিশুর জীবন সামনে বিপন্নের দিকে এগিয়ে যাবে, যা আমরা কখনোই হতে দিতে পারি না।

আরও পড়ুন

Advertisement

মাগুরায় যৌন নির্যাতনের শিকার শিশুটি মারা গেছে মাগুরার শিশুর মৃত্যু: আসামিদের দ্রুত বিচারের আওতায় আনার নির্দেশ শিশু ধর্ষণ নিয়ে হাইকোর্ট: আমরা ভাষা হারিয়ে ফেলেছি, এগুলো দমাতে হবে

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ জানায়, ধর্ষণের শিকার ভিকটিমেরা যেন নির্বিঘ্নে তাদের সঙ্গে হওয়া অন্যায়ের জন্য মামলা দায়ের করতে পারেন ও কোনো ধরনের সামাজিক, রাজনৈতিক শক্তি যেন ধর্ষককে আশ্রয়, প্রশ্রয় দেওয়া এবং প্রভাব-প্রতিপত্তির মাধ্যমে আইনের শাসনকে বানচাল না করতে পারে সে ব্যাপারে রাষ্ট্র ও সরকার উভয়কেই সর্বোচ্চ সংবেদনশীল এবং সতর্ক থাকতে হবে। ধর্ষণের মামলা দায়েরের সময় ভুক্তভোগীর সঙ্গে যেন সর্বাত্মক সহানুভূতিশীল আচরণ করা হয় সে ব্যাপারে রাষ্ট্রীয় কাঠামো নির্মাণ করতে হবে যেন কোনো প্রশ্নেই নারীর সঙ্গে হওয়া সহিংসতা-নির্যাতনকে কেউ বৈধতা দিতে না পারে। এ ব্যাপারে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ রাষ্ট্র-প্রশাসন-সমাজের সঙ্গে একতাবদ্ধ হয়ে এই নিপীড়নকামী, ধর্ষকামী মানসিকতাকে প্রতিরোধে ঐক্যবদ্ধ।

এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সেজন্য বাংলাদেশে ক্রিয়াশীল অন্যান্য সামাজিক ও রাজনৈতিক শক্তিকেও ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ।

ইএ

Advertisement