আইসিটির কার্যক্রম সময়সীমাবদ্ধ এবং ফলাফল ভিত্তিক হতে হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
Advertisement
বৃহস্পতিবার (১৩ মার্চ) ঢাকায় আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে আইসিটির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। সভার শুরুতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পক্ষ থেকে ফয়েজ আহমদ তৈয়্যবকে শুভেচ্ছা জানান সচিব শীষ হায়দার চৌধুরী।
বিশেষ সহকারী বলেন, আপনাদের ম্যানেজারের পাশাপাশি লিডার হিসেবে দেখতে চাই। আপনারা নিজ নিজ প্রতিষ্ঠানের সমস্যা চিহ্নিত করে তা সমাধানের উদ্যোগ নিন। এক্ষেত্রে নির্দেশনার জন্য অপেক্ষা করবেন না।
আইসিটি সম্পর্কে দেশের মানুষের একটি নেতিবাচক ধারণা আছে। মানুষের সেই ধারণাকে পরিবর্তন করে আইসিটিকে মানুষের স্বার্থে এবং দেশের উন্নয়নে কীভাবে কাজে লাগানো যায় সে দায়িত্ব আপনাদের। এজন্য আপনাদের একই সঙ্গে ম্যানেজারিয়াল রোল এবং লিডারশিপ রোল প্লে করতে হবে।
Advertisement
আইসিটির কর্মকর্তাদের উদ্দেশে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ডিজিটাল ইকোনমি সমৃদ্ধের মাধ্যমে তারুণ্যের স্বপ্ন বাস্তবায়ন করা আপনাদের কাজ। তাই সবাইকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।
বিভিন্ন প্রকল্প পরিচালক, উপ প্রকল্প পরিচালকদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রকল্পের কোয়ালিটি বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, আইসিটি বিভাগের কর্মকর্তারা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর নির্দেশনা অনুযায়ী বিভাগের সুনাম ফিরিয়ে আনতে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত।
মতবিনিময় সভায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের কর্মকর্তারা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
Advertisement
এসইউজে/এমএএইচ/জিকেএস