দেশজুড়ে

ছাত্রলীগের সাবেক সভাপতি শোভনের বাবাসহ গ্রেফতার ২

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নিষিদ্ধ সংগঠন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের বাবা নুরুন্নবী চৌধুরী খোকনকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় ভূরুঙ্গামারী শহরের কামাত আঙ্গারিয়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি ভূরুঙ্গামারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।

পুলিশ জানায়, নূরন্নবী চৌধুরী খোকন জুলাই-আগস্ট ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় এজাহার নামীয় আসামি। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন।

Advertisement

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ জানান, শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) তাকে আদালতে তোলা হবে।

এদিকে, উলিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক অধ্যক্ষ আহসান হাবিব রানাকে (৬২) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে শহরের জনতা ব্যাংকের সামন থেকে তাকে গ্রেফতার করা হয়।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, সন্ধ্যায় আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে।

এএইচ/জিকেএস

Advertisement