রাজনীতি

লাকসাম ও মনোহরগঞ্জের চারটি ইউনিটের নতুন কমিটি অনুমোদন

দীর্ঘদিন পর বৃহত্তর কুমিল্লা দক্ষিণ অঞ্চলের লাকসাম ও মনোহরগঞ্জের চারটি ইউনিটের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের লাকসাম-মনোহরগঞ্জ উপজেলা ও লাকসাম পৌরসভা এবং নবাব ফয়জুন্নেছা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।

Advertisement

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির গত ৯ মার্চ স্বাক্ষরিত লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা এবং লাকসাম পৌরসভা ও নবাব ফয়জুন্নেছা সরকারি কলেজের কমিটিগুলো অনুমোদন দেন।

লাকসাম উপজেলা শাখায় আহ্বায়ক পদে জহির উদ্দিন সবুজ, সদস্য সচিব পদে সাখাওয়াত হোসেন, মনোহরগঞ্জ উপজেলা শাখায় আহ্বায়ক পদে মোবারক হোসেন বিল্লাল, সদস্য সচিব পদে নূর মোহাম্মদ মেহেদী, লাকসাম পৌরসভা শাখায় আহ্বায়ক পদে মহিন উদ্দিন মহিন, সদস্য সচিব পদে নেওয়াজ শরীফ, নবাব ফয়জুন্নেসা সরকারি কলেজে আহ্বায়ক নূরুল হোসাইন, সদস্য সচিব জহির উদ্দিন রুবেলকে দায়িত্ব দেওয়া হয়।

গঠিত চারটি শাখার প্রতিটি কমিটিতে আহ্বায়ক ও সদস্য সচিবসহ ৭১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়।

Advertisement

লাকসাম উপজেলা, মনোহরগঞ্জ উপজেলা , লাকসাম পৌরসভানবাব ফয়জুন্নেসা সরকারি কলেজ

জেএইচ/জিকেএস