জাতীয়

মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের প্রধান মাহমুদুল হাসান

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের প্রধান নিয়োগ পেয়েছেন কমোডর শেখ মাহমুদুল হাসান। তাকে অতিরিক্ত সচিব (গ্রেড-২) পদমর্যাদায় চুক্তিতে দুই বছরের জন্য এ নিয়োগ দিয়ে বুধবার (১২ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

Advertisement

নৌবাহিনীর কর্মকর্তা মাহমুদুল হাসান অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এ নিয়োগ পেয়েছেন।

যোগদানের তারিখ থেকে তার এই নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

আরএমএম/এমআইএইচএস/এমএস

Advertisement