রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে রাজ হত্যা মামলার আসামি এবং চুয়া সেলিমের অন্যতম সহযোগী মুন্না ওরফে বোমা মুন্নাকে (৩২) গ্রেফতার করেছে র্যাব-২।
Advertisement
বৃহস্পতিবার (৬ মার্চ) এ তথ্য জানান র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি খান আসিফ তপু।
তিনি জানান, বৃহস্পতিবার সকালে মুন্না ওরফে বোমা মুন্নাকে জেনেভা ক্যাম্প এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গত ১ নভেম্বর মাদক বিক্রির আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেনেভা ক্যাম্পের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
ধাওয়া-পাল্টা ধাওয়া চলার সময় গুলিবর্ষণ এবং বোমা বিস্ফোরণের এক পর্যায়ে আশপাশের রাস্তায় চলাচলরত রাজসহ আরও ১০-১২ জন মানুষ গুরুতর আহত হন।
Advertisement
স্থানীয়রা রাজকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এএসপি খান আসিফ তপু আরও বলেন, এ ঘটনায় নিহত রাজের বোন বাদী হয়ে মোহাম্মদপুর থানায় আসামিদের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে র্যাব এ বিষয়ে আসামিদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ এর একটি আভিযানিক দল আসামি বোমা মুন্নাকে গ্রেফতার করে।
টিটি/এমএইচআর/জিকেএস
Advertisement