জাতীয়

চট্টগ্রামে খোলা সয়াবিন তেলের লিটার ১৬০ টাকা নির্ধারণ

চট্টগ্রামে খোলা সয়াবিন তেলের দাম সরকারি দরের চেয়ে লিটারে ৩ টাকা বাড়িয়েছে জেলা প্রশাসন। এতে করে চট্টগ্রামে খোলা সয়াবিন তেল খুচরা পর্যায়ে প্রতিলিটার ১৬০ টাকা বিক্রি করতে পারবেন বিক্রেতারা।

Advertisement

মঙ্গলবার (৪ মার্চ) চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলনকক্ষে ভোজ্যতেল এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মতবিনিময় সভায় এ দর নির্ধারণ করা হয়।

জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। আগামী ১০ এপ্রিল পর্যন্ত এ দর কার্যকর থাকবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।

ঘোষিত দর অনুযায়ী, আমদানিকারকরা ১৫৩ টাকা দরে প্রতিলিটার খোলা সয়াবিন তেল সরবরাহ করবেন। পাইকারি পর্যায়ে তা ১৫৫ এবং খুচরা পর্যায়ে সর্বোচ্চ ১৬০ টাকা দরে বিক্রি করা যাবে।

Advertisement

আরও পড়ুন

ফেব্রুয়ারিতে পণ্য রপ্তানি বেড়েছে ২.৭৭ শতাংশ দুইদিনের মধ্যে সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হবে

সভায় মেয়র শাহাদাত হোসেন বলেন, আমরা বাজার ঘুরে দেখছি। বাজারে ভোজ্যতেলের সংকট দেখা যাচ্ছে। এখানে মিলমালিকরা আছেন, ব্যবসায়ীরা আছেন, সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা দাম নির্ধারণ করে দিচ্ছি। এর বাইরে গিয়ে বিক্রি হলে ব্যবস্থা নেওয়া হবে।

ব্যবসায়ীদের হুঁশিয়ারি করে জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, ১৬০ টাকার বেশি দামে তেল বিক্রির সুযোগ নেই। বোতলজাত সয়াবিন তেলের ক্ষেত্রে গুদাম পর্যায়ে অভিযান চালানো হবে। আগামী দু-এক দিনের মধ্যে সরবরাহ স্বাভাবিক না হলে সাঁড়াশি অভিযান চালানো হবে। আর কোনো ছাড় নয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আবদুস সালাম, কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহ-সভাপতি এস এম নাজের হোসাইন, টিকে গ্রুপের প্রতিনিধি, সিটি গ্রুপের প্রতিনিধি প্রমুখ।

Advertisement

এর আগে গত ৮ ডিসেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের সভায় প্রতিলিটার খোলা সয়াবিন তেলের দাম ১৪৯ টাকা থেকে বাড়িয়ে ১৫৭ টাকা করা হয়।

এমডিআইএইচ/কেএসআর/এমএস