রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ছিনতাইকারী, মাদক কারবারি ও চাঁদাবাজসহ বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানা পুলিশ।
Advertisement
মঙ্গলবার (০৪ মার্চ) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। গতকাল সোমবার (৩ মার্চ) মোহাম্মদপুরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- কাইয়ুম (২২), রাজিব (১৮), রহমত উল্লাহ (১৯), ইউসুফ (৪০), সোহান (২২), আয়ান (২১), শুভ (২৪), জাহাঙ্গীর (২১), শাকিল (২২) ও হাসান (২৮)।
আরও পড়ুন
Advertisement
মোহাম্মদপুর থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, সোমবার (৩ মার্চ) মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে রয়েছে চিহ্নিত মাদক কারবারি, সক্রিয় ছিনতাইকারী, চাঁদাবাজ, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তি।
তিনি জানান, গ্রেফতারদের হেফাজত থেকে বিভিন্ন দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। তাদের আদালতে পাঠানো হয়েছে।
কেআর/এমকেআর/এমএস
Advertisement