আইন-আদালত

চাঁদাবাজির মামলা: তারেক রহমানের পিএস অপুকে অব্যাহতি

তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ২০০৭ সালে গুলশান থানায় করা চাঁদাবাজির মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত সহকারী (পিএস) মিয়া নূরউদ্দিন অপুকে অব্যাহতি দিয়েছেন আদালত।

Advertisement

মঙ্গলবার (৪ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত মামলার অভিযোগ গঠন শুনানির পর্যায় থেকে অপুকে অব্যাহতি দেন।

২০০৭ সালের ৮ মার্চ তারেক রহমান এবং তার পিএস মিয়া নূরউদ্দিন অপুকে আসামি করে এক কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে মামলা করা হয়। দ্রুত বিচার আইনে গুলশান থানায় এ মামলা করা হয়।

আরও পড়ুন

Advertisement

‘উচ্চবংশীয়’ ছাগলের খামারি ইমরানের ছবি তোলায় সাংবাদিকদের হেনস্তা নাশকতার মামলায় জাহিদ-জয়নুলসহ বিএনপির ২৩০ জনকে অব্যাহতি

পরে মামলাটির কার্যক্রম বাতিল চেয়ে ২০০৭ ও ২০০৮ সালে উচ্চ আদালতে পৃথক আবেদন করেন তারেক রহমান। প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুলসহ আদেশ দেন।

এরপর ২০২৪ সালের ২৩ অক্টোবর চাঁদাবাজির অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে গুলশান থানার এ মামলার কার্যক্রম বাতিল ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। পরে গত ৫ জানুয়ারি আপিল বিভাগ হাইকোর্টের এ রায় বহাল রাখেন। এ মামলায় আসামি থাকা মিয়া নূরউদ্দিন অপুর বিরুদ্ধে চার্জ গঠন না করে অব্যাহতি দেন আদালত।

এমআইএন/কেএসআর/এমএস

Advertisement