মাংস বিক্রেতা মো. রহিম মিয়া। গরু জবাই করে নিয়মিত মাংস বিক্রি করেন তিনি। কখনো সুস্থ গরু, আবার কখনো অসুস্থ গরু সবই হুটহাট জবাই করে বিক্রি করেন। এভাবে বছরের পর বছর নির্দ্বিধায় ব্যবসা করে আসছিলেন। কিন্তু এবার মাংস বিক্রির সময় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জলাতঙ্ক রোগে আক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রি চেষ্টার অপরাধে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
Advertisement
মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে ময়মনসিংহ শহরতলীর শম্ভুগঞ্জ বাজারে অভিযান চালান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ময়মনসিংহের সহকারী পরিচালক মো. আব্দুস ছালাম। এসময় সঙ্গে ছিলেন সদর উপজেলার ভেটেরিনারি সার্জন ডা. মো. সোলাইমান, জেলা বাজার কর্মকর্তা ঝিল্লুল বারী ভূঞাসহ পুলিশের সদস্যরা।
সহকারী পরিচালক মো. আব্দুস ছালাম জাগো নিউজকে বলেন, জলাতঙ্ক রোগে আক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টা করছিলেন রহিম মিয়া। পরে অভিযান চালিয়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়েছে। এসময় ১০০ কেজি মাংস মাটিতে পুঁতে পুড়িয়ে দেওয়া হয়েছে। পরে জেলার তারাকান্দা বাজারে পাঁচটি প্রতিষ্ঠানে অভিযানে চালিয়ে ২৯ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি বলেন, বাজারগুলোতে আমাদের অভিযান চলমান থাকবে। যে কোনো খাদ্যপণ্যে ইচ্ছামত দাম বাড়িয়ে বিক্রির প্রমাণ মিললে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Advertisement
কামরুজ্জামান মিন্টু/জেডএইচ/জেআইএম